গঙ্গারামপুরে ভবঘুরে মায়ের কোলে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে ফুটফুটে একটি শিশু। অনাহারে

0
660

শীতল চক্রবর্ত্তী গঙ্গারামপুর 23 সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর:-মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মায়ের কোলে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে ফুটফুটে একটি শিশু। অনাহারে শরীরে জ্বর অবস্থায় শিশু ও মায়ের ঠায় মিলেছে একটি মন্দিরের বারান্দায়। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়ীতে এমন দৃশ্য এলাকাবাসীদের সামনে আসতেই সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন এলাকার সকলেই। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষয়ে কিছু জানেন না বলে তিনি গান। যদিও মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, বিষয়টি কি হয়েছে টা খোঁজ নেওয়া হবে।এমন ঘটনা শোরগোল পড়েছে।


গঙ্গারামপুর থানার উদয় গ্রাম পঞ্চায়েতে ফুলবাড়ি এলাকায় এলাকাবাসীদের কাছ থেকে জানা গিয়েছে, বুধবার সকাল দশটা নাগাদ ওই অজ্ঞাত পরিচয়ের ভবঘুরে মা তার অসুস্থ ছোট্ট ফুটফুটে শিশুকে নিয়ে ফুলবাড়ি বাসস্ট্যান্ডে দোকানে দোকানে খাবারের জন্য ঘুরে বেড়াচ্ছিলেন। এরপর সারা দিন পার হয়ে গেলে, রাত্রে অসুস্থ শিশুকে নিয়েই ফুলবাড়ী ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে এক মন্দিরের বারান্দায় আশ্রয় নেয় তিনি। সারারাত রাস্তার ধারে মন্দিরের খোলা বারান্দায় রাত কাটায় তারা। সকাল হতেই এলাকাবাসীরা সেখানে ভিড় জমিয়ে সামর্থ্য অনুযায়ী খাবার দেয় ভবঘুরে মানসিক ভারসাম্যহীন মা ও শিশুকে।


এলাকাবাসীদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতিতে ওই শিশু যদি এমন বিনা চিকিৎসায় থাকে তাহলে তার প্রাণ সংশয় রয়েছে। তাদের আরো আশঙ্কা জাতীয় সড়কের পাশে মা ভারসাম্যহীন শিশুকে নিয়ে চলাফেরা করতে যে কোন সময় দুর্ঘটনার মুখে পড়তে হতে পারে তাদের।তাই এদিন এলাকার সমস্ত মানুষেরা জানিয়েছেন, শিশুটিকে সরকার থেকে যদি চিকিৎসা করানোর ব্যবস্থা করা হয় তাহলে ছোট্ট ফুটফুটে মেয়ে শিশুটি প্রাণে রক্ষা পাবে। ভবঘুরে মায়েরও কোন গতি যেন সরকার থেকে করা হয়।
এখন দেখার বিষয় প্রশাসনের তরফে কত তাড়াতাড়ি ওই অসহায় মা ও শিশুকে নিরাপদে রাখার ব্যবস্থা করে সেদিকে তাকিয়ে রয়েছে ওই এলাকার মানুষেরা।


এলাকাবাসী চন্দন মহন্ত,মৃদুলা বসাকেরা জানিয়েছেন, আমরাও বিষয়টি জানার পরই ওই ভবঘুরে তার পরিবার জন্য চিকিৎসা পায় তার দাবি জানায়।


উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন বিষয়টি শুনলাম যেন তিনি চিকিৎসা ব্যবস্থা করা হবে।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অবশ্য জানিয়েছেন ,ঠিক কি হয়েছে টা খোঁজ নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here