গঙ্গারামপুরে প্রথম হাঁটু প্রতিস্থাপন অস্ত্রোপচার, করলেন বিশিষ্ট চিকিৎসক অভীক রায়, গঙ্গারামপুরে সুভাষপল্লী সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হাসপাতালে হলো এই অপারেশন
শীতল চক্রবর্তী, বালুরঘাট | ১৫ নভেম্বর, দক্ষিণ দিনাজপুর।উত্তরবঙ্গের মধ্যে এই প্রথমবার হাঁটু প্রতিস্থাপন (টোটাল নি-রিপ্লেসমেন্ট) অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের সুস্পর্শ সুপার স্পেশালিটি হাসপাতালে। কলকাতার বিশিষ্ট চিকিৎসক ও কনসালট্যান্ট জয়েন্ট রিপ্লেসমেন্ট অ্যান্ড ট্রমা সার্জন ডা:-অভীক রায় এই গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারটি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গঙ্গারামপুরের সুভাষপল্লীতে অবস্থিত সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন ৬০বছরের নুরুল ইসলাম। দীর্ঘদিন ধরে তাঁর হাঁটুর মালাই চাকিতে সমস্যা দেখা দিয়েছিল। বিভিন্ন জায়গায় বেঙ্গালুরু সহ চিকিৎসা করেও আরাম না পাওয়ায় তাঁরা শেষ পর্যন্ত যোগাযোগ করেন গঙ্গারামপুরের সুস্পর্শ হাসপাতালে।
বিশিষ্ট চিকিৎসক ডা. অভীক রায় জানান,“উত্তরবঙ্গের মধ্যে এমন জটিল হাঁটু প্রতিস্থাপনের অপারেশন এই প্রথম এখানে করা হলো। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অল্প খরচে এই পরিষেবা দেওয়া সম্ভব।”
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত অলোক সাহু বলেন,“উত্তরবঙ্গের মধ্যে প্রথমবার আমাদের সুপার স্পেশালিটি হাসপাতালে এই বিরল অপারেশন সম্পন্ন হয়েছে। কলকাতার বিখ্যাত চিকিৎসক এখানে নিয়মিত পরিষেবা দিচ্ছেন।ভবিষ্যতেও রোগীরা এই ধরনের উন্নত চিকিৎসা এখান থেকেই পাবেন।”
রোগীর এক আত্মীয় জানান,“বেঙ্গালুরু থেকে শুরু করে বহু জায়গায় ঘুরেছি, কিন্তু দাদার সমস্যা ঠিক হয়নি।গঙ্গারামপুরের সুস্পর্শ হাসপাতালে অপারেশন করার পর আজই হাঁটতে পারছেন।আমরা খুবই খুশি।”
গঙ্গারামপুরে এমন আধুনিক জয়েন্ট রিপ্লেসমেন্ট পরিষেবা চালু হওয়ায় স্থানীয় মানুষজন, ব্যবসায়ী মহল ও রোগী পরিবার শুভেচ্ছা জানিয়েছেন সুস্পর্শ হাসপাতাল কর্তৃপক্ষকে।


















