গঙ্গারামপুরে পৌরসভার নবনির্মিত ওয়ার্কশপ পরিদর্শনে প্রশান্ত মিত্র

0
29

গঙ্গারামপুরে পৌরসভার নবনির্মিত ওয়ার্কশপ পরিদর্শনে প্রশান্ত মিত্র
নাগরিক পরিষেবায় আরও গতি আসার আশা।
গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে গঙ্গারামপুর–ঢলদীঘি সড়কের ধারে নির্মিত নতুন ওয়ার্কশপটি পরিদর্শন করলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। বহুদিন ধরে সেনিটারি জলের সরঞ্জাম থেকে শুরু করে ডাস্টবিন, মেরামত সামগ্রী এবং বিভিন্ন পৌর পরিষেবার জন্য প্রয়োজনীয় উপকরণ পৌরসভার মূল অফিস থেকে সরবরাহ করা হত। এতে সময় ও পরিকাঠামোগত কিছু অসুবিধা তৈরি হতো বলে পৌর কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই একটি আধুনিক ওয়ার্কশপ স্থাপনের পরিকল্পনা করছিল।
সম্প্রতি সেই পরিকল্পনার বাস্তব রূপ পেয়েছে। নতুন ওয়ার্কশপের পরিদর্শন চলাকালীন প্রশান্ত মিত্র জানান, খুব শিগগিরই এখান থেকেই সমস্ত প্রয়োজনীয় সামগ্রী ও পরিষেবা সুশৃঙ্খলভাবে সরবরাহ শুরু হবে। এর ফলে নাগরিক পরিষেবা আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে মানুষের কাছে পৌঁছাবে বলে আশাবাদী তিনি।
নতুন ওয়ার্কশপের উদ্বোধনের ফলে শহরবাসীর জন্য পৌরসভা পরিচালিত নানা পরিষেবায় গতি আসবে, একই সঙ্গে কর্মীদের কাজও আরও সহজ ও সুসংগঠিত হবে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here