শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৭ই অক্টোবর দক্ষিণ দিনাজপুর:- নদীতে মাছ ধরার আশায় জাল ফেলছেন মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষজনেরা। কিন্তু নদীতে পর্যাপ্ত জলের অভাব ও বন্যা না হওয়ার কারণে মাছ তাদের জালে উঠছে না। তবুও আশায় বুক বেঁধে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে বিভিন্ন জায়গার পুনর্ভবা নদীতে জাল ফেলছেন তারা। এক মৎস্যজীবী জানালেন, আশায় বুক বাঁধে চাষা। আশা দিয়েই ফেলছি জাল। এবার মনে হয় দিনযাপন করতে পরিবার নিয়ে কষ্টের মধ্যেই চলতে হবে।
দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে গঙ্গারামপুর পৌরসভা ও ব্লকের মধ্যে বেশিরভাগ মৎস্যজীবী পরিবার লোকজনদের বসবাস। কেউবা বিভিন্ন সময়ে পুনর্ভবা নদীতে মাছ ধরে সংসার পরিচালনা করেন, আবার কেউ মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে কাজ করে যান। গঙ্গারামপুর এই মাছের কদর রয়েছে সুদূর শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গাতে। এ বছর অবশ্য পর্যাপ্ত বৃষ্টি ও বন্যা না হবার কারণে গঙ্গারামপুরে পুনর্ভবা নদীতে সেই অর্থে জল নেই বললেই চলে। এদিন অবশ্য পুনর্ভবা নদীতে গিয়ে দেখা গেল মৎস্যজীবী পেশার সঙ্গে যুক্ত মানুষজনেরা জাল ফেলে জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছেন। কিন্তু তাদের জালে মাছ উঠছে না। এতে তারা ভীষণ চিন্তায় পড়েছেন।

এক মৎস্যজীবী জানালেন, সারা বছরই বিভিন্ন সময়ে পুনর্ভবা নদীতে জালের মাধ্যমে মাছ ধরে সংসার পরিচালনা করে থাকি। কিন্তু এবছর জাল ফেললেও মাছ উঠছে না। সংসার কি করে পরিচালনা করব তার চিন্তায় রয়েছি।
তবে সারা বছরের তুলনায় যে সময় এই পুনর্ভবা নদীতে প্রচুর পরিমাণে জল থাকে এবার তার উলট পূরণ হয়েছে। তাই সমস্যাও করেছেন মৎস্যজীবী পেশার সঙ্গে যুক্ত থাকা মানুষজনেরা। দেখার এটাই সমস্যা আদেও তাদের সমাধান হয় কিনা সেটাই।