শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর,১৭ ফেব্রুয়ারি, দক্ষিণ দিনাজপুর:-পথ সুরক্ষার শেষ দিনে পুলিশ প্রশাসনের তরফে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে গঙ্গারামপুর থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের তরফে থানা চত্বরের ময়দানে এমন কর্মসূচির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার। সেখানে বিভিন্ন পুলিশ আধিকারিকদের হবার পাশাপাশি বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন। প্রায় ২০০ জনের বেশি গাড়ি চালক, পুলিশকর্মী, সিভিক সহ এলাকাবাসীদের এমন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এমন স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। পুলিশের এমন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

জেলা পুলিশ প্রশাসনের তরফে বিগত এক মাস ধরে বিভিন্ন থানা এলাকায় পথ নিরাপত্তা দিবস পালন করেছে থানা ও ট্রাফিক পুলিশের তরফে। বুধবার ছিল সেই নিরাপত্তা মাসের শেষ দিন। বুধবার দুপুরে গঙ্গারামপুর থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের তরফে থানা চত্বরের ময়দানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের এর আয়োজন করা হয়। এই শিবিরের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার দেবর্ষী দত্ত। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ, গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস, ডিএসপি ডিআইবি এন্ড ডিএসপি ট্রাফিক গৌরব ঘোষ, গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু, থানার বড়বাবু সমীর মন্ডল, গঙ্গারামপুরের ট্রাফিক ওসি মনোরঞ্জন মুরারি, ব্লকের বিডিও দাওয়া শেরপা, বি এমএইচ সহ হাসপাতালের চিকিৎসকরা।

জেলা পুলিশ সুপার দেবর্ষী দত্ত অনুষ্ঠানের সূচনা করে পুলিশ প্রশাসনের সকল আধিকারিক সহ বাকি পুলিশ কর্মীদের উৎসাহ বাড়াতে নিজেই এদিনের শিবিরে প্রেসার, সুগার সহ স্বাস্থ্য পরীক্ষা করান হাসপাতালের চিকিৎসকদের দিয়ে। স্বাস্থ্য পরীক্ষা করান গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস, ডিএসপি ডিআইবি এন্ড ডিএসপি ট্রাফিক গৌরব ঘোষ, থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু, ট্রাফিক ওসি মনোরঞ্জন মুরারি সহ আরো অনেকেই। এর পরেই বিভিন্ন জায়গা থেকে আসা গাড়ির চালকদের প্রেসার, সুগার সহ স্বাস্থ্য পরীক্ষা করানো শুরু করে দেওয়া হয়। একে একে থানা ও ট্রাফিকের অফিসার সহ পুলিশকর্মী, সিভিকদের স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়।

জেলা পুলিশ সুপার দেবর্ষী দত্ত জানিয়েছেন, জেলা পুলিশ পথ নিরাপত্তা দেওয়ার জন্য এক মাস ধরে বিভিন্ন ধরনের কর্মসূচি করে চলেছিল বিভিন্ন জায়গায়। বুধবার ছিল সেই পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিন। এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এমন কাজ পুলিশের তরফে আগামী দিনেও করা হবে।
গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস, ডিএসপি ডিআইবি এন্ড ডিএসপি ট্রাফিক গৌরব ঘোষেরা জানিয়েছেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। জনসাধারণের সুবিধার্থে আমরা এমন কাজ সবসময় করে যাব।
এদিন গঙ্গারামপুর থানা ও ট্রাফিক পুলিশের তরফে আয়োজিত এমন অনুষ্ঠানের আয়োজন হওয়ায় পুলিশের এমন কাজ কে সাধুবাদ জানিয়েছেন সকলেই।