ভোট গণনার কয়েক ঘন্টা আগে গঙ্গারামপুরে দেবীকোট উৎসব ভবনে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী কাউন্টিং এজেন্টদের নিয়ে সভা করা হল, উপস্থিত থাকলেন লোকসভার প্রার্থী বিপ্লব মিত্রসহ জেলার একঝাঁক তৃণমূল নেতৃত্বরা গঙ্গারামপুর 2 জুন দক্ষিণ দিনাজপুর। ভোট গণনা দুদিন আগে দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে সভা করল জেলা তৃণমূল কংগ্রেস। রবিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার বাসস্ট্যান্ডের দেবিকেট উৎসব ভবনে এদিনের সভার আয়োজন করা হয়।সেখানে তৃণমূলের জেলা সভাপতি , রাজ্যের মন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র সহ একঝাঁক তৃণমূলের জেলা নেতৃত্বের ছিলেন। বিপ্লব বাবু জানালেন, তার জয়লাভ শুধুমাত্র সময়ের অপেক্ষা
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর গঙ্গারামপুরে দেবীকোট উৎসব ভবনে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী কাউন্টিং এজেন্টদের নিয়ে...























