গঙ্গারামপুরে থেকে কিশোর অপহরনের কয়েকদিনের মধ্যেই পুলিশ স্বামী ও স্ত্রী দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে

0
1061

শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর,২৬জুন, দক্ষিণ দিনাজপুরঃ-এক কিশোরকে অপহরনের ২৪ঘন্টার মধ্যে পুলিশ উদ্ধার করার পরে সেই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কয়েক দিনের মধ্যেই এক মহিলা সহ দুজন অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার আইসির নির্দেশে পুলিশের একটি টিম উত্তর দিনাজপুরের করনদিঘী থানা পুলিশের সহযোগীতায় করনদিঘী এলাকা থেকে কালিয়াচকের বাসিন্দা স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করে শুরুবার রাতে থানায় নিয়ে আসে। শনিবার দুই অভিযুক্তকে পুলিশ মহুকুমা আদালতে পাঠিয়ে ঘটনার তদন্তের স্বাথে পুলিশ হেফাজত চেয়ে আবেদন করেছে। অতিরুক্ত ফেলা পুলিশ সুপার গ্রামীন জানিয়েছেন, পুলিশ সব সময় অভিযুক্তদের ধরতে কাজ করে যাচ্ছে। তদন্তের স্বার্থে পুলিশ রিমাইন্ড চেয়ে ধৃতদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এমন সাফলাকে সাধুবাদ জানিয়েছে সকলেই।,
পুলিশি সুত্রে খবর,গঙ্গারামপুর থানা এলাকার বাসিন্দা কিশোর সুমন সরকার(১৩)কে জুন মাসের ১৫তারিখে অপহরন করে নিয়ে যায় দুস্কৃতিকারিরা বলে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ জানান। এর পরেই পুলিশ ২৪ ঘন্টার মধ্যে মালদা জেলা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ওই কিশোরকে। সেই সময় মালদা জেলার কালিয়াচক এলাকার অভিযুক্ত ফিরোজ সেখ ওরফে অ্যান্টনি,সাবিনা বিবি নামে দুজন স্বামী ও স্ত্রীকে পুলিশ ধরতে পারেনি তারা পালিয়ে যাওয়ায়। গঙ্গারামপুর থানা সুত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে আইসি পুর্ণেন্দু কুমার কুন্ডুর নির্দেশ পেতেই ঘটনার তদন্তকারি অফিসার এসআই আসিরুল হক একটি টিম নিয়ে গিয়ে উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানা এলাকা থেকে মালদার কালিয়াচক এলাকার বাসিন্দা ফিরোজ সেখ ওরফে অ্যান্টনি,সাবিনা বিবি নামে স্বামী ও স্ত্রীকে শুক্রবার রাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। শনিবার অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে গঙ্গারামপুর মহুকুমা আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তের স্বার্থে পুলিশ রিমাইন্ড চাওয়া হয়েছে। গঙ্গারামপুর মহুকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস ,গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডুকে পাশে বসিয়ে অতিরুক্ত জেলা পুলিশ সুপার ডেনডুপ সেরপা জানিয়েছেন, পুলিশ সব সময় অভিযুক্তদের ধরতে কাজ করে যাচ্ছে। তদন্তের স্বার্থে পুলিশ রিমাইণ্ড চেয়ে ধৃতদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এমন সাফল্যকে সাধুবাদ জানিয়েছে সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here