গঙ্গারামপুরে তৃণমূলের মিছিল ও সভাকে চোরেদের বাঁচানোর সভা বললেন বিজেপির রাজ্য সভাপতি,করলেন বাইক মিছিলও

0
571

গঙ্গারামপুরে তৃণমূলের মিছিল ও  সভাকে চোরেদের বাঁচানোর সভা বললেন বিজেপির রাজ্য সভাপতি,করলেন বাইক মিছিলও

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৩ই আগস্ট দক্ষিণ দিনাজপুর। সিবিআই ,ইডির হাতে ধরা পড়ার পর তৃণমূলের হয়ে যারা ওই সমস্ত নেতাদের পাশে দাঁড়িয়ে মিছিল মিটিং করে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছে তারা চোরদের  বাঁচানোর চেষ্টা করছে।কান টেনেছে সিবিআই ও ইডি, মাথা এবার ঠিক চলে আসবে।শনিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কালদিঘি এলাকা থেকে বিজেপির তেরেঙ্গা বাইক যাত্রা উপলক্ষে মিছিলে যোগ দিতে এসে এমন অভিযোগ যোগদান করতে এসে জেলা সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।সুকান্তবাবুর অভিযোগ,স্বাধীনতার ৭৫তম গৌরবময় বর্ষপূর্তি উপলক্ষে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর আহবানে সারা দিয়ে ১৫ই আগস্ট দলীয় কর্মীদের প্রতিটি বাড়িতে যেমন জাতীয় পতাকা উত্তোলন হবে ,সেই সঙ্গে তেরেঙ্গা যাত্রা ও পথসভাও করা হবে।   এদিন বিকেলে গঙ্গারামপুরের কালদিঘী থেকে জেলা বিজেপি তরফে তেরেঙ্গা বাইক যাত্রা মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলেই যোগ দেন জেলা সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। জেলা বিজেপি দপ্তর সূত্রের খবর, স্বাধীনতার ৭৫ তম গৌরবময় বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর আহবানে ১৫ই আগস্ট বিজেপি দলের তরফে প্রত্যেকটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার নির্দেশ দেওয়া হয়েছে ,সেই সঙ্গে তেরেঙ্গা বাইক যাত্রা এবং পথসভা করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বদের  তরফে। শনিবার সেই কর্মসূচিতে যোগদান করতে এসেছিলেন রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। সেখানে তপনের বিধায়ক বুধরাই টুডু ,গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী, বিজেপি টাউন মন্ডল সভাপতি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। মিছিলে প্রচুর পরিমাণে যুবক, মহিলা নেতৃত্বদের ভিড় হয়েছিল ব্যাপক। বাইক  নিয়ে যুবক,মহিলারা স্লোগান দেন ,চোর ধরো জেল ভরো। গালি গালি মে সোর হ্যায় তৃণমূল চোর হ্যাঁয়। গঙ্গারামপুরে কালদিঘী থেকে বিরাটি মিছিলটি গঙ্গারামপুর শহর পরিক্রমা করে সোজা বুনিয়াদপুর চলে যান। সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পথসভাও করেন।  এদিন গঙ্গারামপুরে বেলা তিনটা থেকে বিজেপির মিছিলের অনুমোদন যেমন প্রশাসন দিয়েছিল ,ঠিক তেমনি প্রশাসনের তরফে তার ঘন্টাখানেক পরে মিছিল ও পথ সভার অনুমতি দেওয়া হয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস নেতৃত্বের।  এবিষয়ে গঙ্গারামপুরে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে একই দিনে দুটো মিছিল মিটিংয়ের জন্য অনুমতি দেওয়ার বিষয়ে  জিজ্ঞাসা করা হলে তিনি জানান,গঙ্গারামপুরে তৃণমূলের মিছিল ও  সভা যারা করছে তারা চোরেদের বাঁচানোর সভা করছেন বলে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার অভিযোগ করেন।এরপরে গঙ্গারামপুর থেকে বাইক মিছিলটি বুনিয়াদপুর পৌছায়।     বুনিয়াদপুরের সভাতেও তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে মুখ খোলেন জেলার  সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি। মোদীজি যে স্বাধীনতার ৭৫তম গৌরবময় বর্ষ বিষয়টি তুলে ধরেছেন সকলের সামনে তিনি বিস্তারিতভাবে তার ব্যাখ্যা করেন।বিজেপির দুটি অনুষ্ঠানে ভিড় হয়েছিল ব্যাপক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here