গঙ্গারামপুরে ঠেঙ্গাপাড়ায় অতিরক্ত ফ্রি নেওয়ার প্রতিবাদে স্কুলে তালা মেরে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের

0
78

গঙ্গারামপুরে ঠেঙ্গাপাড়ায় অতিরক্ত ফ্রি নেওয়ার প্রতিবাদে স্কুলে তালা মেরে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের, খতিয়ে দেখে আর আশ্বাস এসআই এর

শীতল চক্রবর্তী বালুরঘাট ৮ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর:-উচ্চমাধ্যমিক পরীক্ষার ফি বেশি নেওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ঠ্যাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, নির্ধারিত টাকার তুলনায় অতিরিক্ত ফি নেওয়ার চেষ্টা করছে স্কুল কর্তৃপক্ষ।আর সেই অভিযোগের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে পরীক্ষার্থী পড়ুয়ারা।স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রী।প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন।পরে প্রশাসনের মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়।
গঙ্গারামপুরের ব্লকের ঠ্যাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রায় ২০০জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে।তাদের দাবি,৪ সেমিস্টারের পরীক্ষার ফি যেখানে সর্বোচ্চ ২৫০টাকা হওয়ার কথা, সেখানে স্কুল কর্তৃপক্ষ ৩৫০টাকা করে নিচ্ছেন।
এই অভিযোগ ঘিরে সোমবার স্কুল খোলার সময় থেকে বিকেল পর্যন্ত স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা।এমনকি কিছু সময়ের জন্য স্কুল গেটে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয় শিক্ষার্থীরা।
পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে স্কুলের অন্যান্য শিক্ষকরা এগিয়ে এসে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি স্বাভাবিক করেন।
পড়ুয়া বিক্ষোভকারী ছাত্র ক্রিস্ট বসাক ও ছাত্রী মেহেরু নিহার পারভীন স্কুলের বিরুদ্ধে অভিযোগ করেন বলেন,” প্রধান শিক্ষককে জানানো হলে প্রথমে ৩৫০ টাকার কথাই বলা হয়। পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তা কমিয়ে ৩০০বেশি টাকা করার কথা জানানো হয়। সেই কারণে আন্দোলনে নেওয়া হয়েছে।”
স্কুলের প্রধান শিক্ষক কথরু চন্দ্র রায় দাবি করেছেন,”পরীক্ষার ফি, সরস্বতী পূজার চাঁদা এবং স্কুল উন্নয়নের জন্য মোট ২৯০টাকা নির্ধারণ করা হয়েছে।রাউন্ড ফিগারের জন্য তা ৩০০টাকা বলা হয়েছে।অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলেও তিনি দাবি করেন।”
গঙ্গারামপুর সার্কেলের এসআই এনামুল শেখ জানিয়েছেন,”বিষয়টি প্রতি এদিকে ব্যবস্থা না হবে।”। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় প্রশ্ন। প্রশ্ন উঠছে,শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার ফি নিয়ে এমন দর-কষাকষি কেন? অতিরিক্ত টাকা চাওয়ার কারণ বা প্রক্রিয়াটি স্বচ্ছ নয় কেন?যে প্রশ্ন তুলে সরব হয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here