গঙ্গারামপুরের হরিহরপুর বিএসএফের ১৭৪ব্যাটেলিয়ানের জওয়ানেরা২৫ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কাফ সিরাফ সহ এক বাংলাদেশীকে গ্রেফতার করল, তুলে দেওয়া হল পুলিশের হাতে

0
526

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২৭জুন দক্ষিণ দিনাজপুরঃভারত থেলে বাংলাদেশ সিমান্তবর্তি এলাকা দিয়ে নিষিদ্ধ কাফ সিরাপ নিয়ে যাবার আগেই বিএসএফের হাতে ধরা পড়ল এক বাংলাদেশী যুবক।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার হরিহরপুর বিএসএফের ১৭৪ ব্যাটেলিয়ানের জওয়ানেরা তাঁকে ধরে ফেলে৷ তাঁর কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল কাফ সিরাফ উদ্ধার করা হয়।


পুলিশ জানাই ধৃত বাংলাদেশী যুবক নাম সবুজ রেজা,তাঁর বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার কতোয়ালি থানার খানকুড়ি এলাকায়।অবৈধ্যভাবে গঙ্গারামপুর থানার হরিহরপুর সিমান্তবর্তি এলাকা দিয়ে এদেশে প্রবেশ করে নিষিদ্ধ কাফ সিরাফ নিয়ে যাবার সময় হরিহরপুর সিমান্তবর্তি এলাকার বিএসএফের ১৭৪ ব্যাটেলিয়ানের জওয়ানেরা তাঁকে ধরে ফেলে। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারা দিয়ে গঙ্গারামপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷
গঙ্গারামপুর থানার আইসি জানিয়েছেন, অভিযুক্ত নির্দিষ্ট ধারা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here