গঙ্গারামপুরের ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত গঙ্গারামপুর হিন্দু মিলন মন্দিরের তরফে দীক্ষাদান ও ধর্মীয় আলোচনাও, সকলের কাছে আর্থিক সাহায্যের প্রার্থনাও-যোগাযোগ 8001007137/ 9800064001 ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন

0
510

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৮আগষ্ট দক্ষিণ দিনাজপুর-একটি অনুষ্টানের মধ্য দিয়ে ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত গঙ্গারামপুর হিন্দু মিলন মন্দিরের তরফে দীক্ষা গ্রহন করলেন বহু ভক্ত । দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের থানা বিপরীতে ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত গঙ্গারামপুর হিন্দু মিলন মন্দিরের এমন কর্মসুচীর আয়োজন করা হয়। দুদিন ধরে চলে আশ্রমে ধর্মীও আলোচনাও।

উত্তরবঙ্গের প্রচারকের দায়িতে থাকা স্বামীজি থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত গঙ্গারামপুর হিন্দু মিলন মন্দিরের দায়িত্বে থাকা স্বামীজি, আরেকজন আশ্রমের দায়িত্বে থাকা যুগ্ন সম্পাদক ভক্তদের কাছে আবেদন করে বলেন, নতুন হিন্দু মিলন মন্দির তৈরি করতে এখন যে অর্থের প্রয়োজন হয়ে পরেছে যে কেউ চাইলে সাহায্য তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 8001007137/9800064001 নম্বরে।আগামী দিনে সহযোগীতায় তৈরি হওয়া মন্দিরটি আগামী দিনে উদ্ধোধন করা হতে পারে বলে জানানো হয়েছে।সকলেই এমন কাজে এগিয়ে আসবে বলে আশ্রম কর্তৃপক্ষের আশা। ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত গঙ্গারামপুর থানার সামনের হিন্দু মিলন মন্দিরের এই শাখাটি সারা বছর ধরেই মানুষজনদের জন্য কাজ করে যান।

ছাত্রদের শিক্ষাদান করাতে স্কুল খুলে শিক্ষাদান করানো থেকে শুরু করে লাইব্রেরী তৈরি করে বই পড়ে যেন মানুষজন আরো বেশী করে জ্ঞানলাভ করতে পারে তা ব্যবস্থা করেছেন।তৈরি করা হয়েছে গেস্ট হাউস।এমনকি আশ্রম এর মধ্যেই দাতব্য চিকিৎসালয় খুলে প্রয়োজনে যারা আসছেন সেখানে তাদের পরিষেবা দিয়ে যাচ্ছেন আশ্রম কর্তৃপক্ষ ।করা হয়ে থাকে বিভিন্ন সময়ে নরনারায়ণ সেবারও আয়োজনও। লক ডাঙনের আগেই আশ্রমের মধ্যেই একটি বিরাট আকারে মন্দির তৈরির কাজ শুরু হয়।কিন্তু লক ডাউনের সময়ে সেই কাজ শেষ হয়নি আর্থিক অবস্থার জন্য।গত দুই দিন ধরে ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত গঙ্গারামপুর হিন্দু মিলন মন্দিরের তরফ থেকে দুদিন ধরে চলে উত্তরবঙ্গের মূখ্য প্রচারক ভারত সেবাশ্রম সংঘের শ্রীমদ স্বামী প্রদিপ্তানন্দজী মহারাজ দীক্ষা গ্রহন কর্মসূচী পালন করেন।চলে ধর্মীও আলোচনা সভাও।

সেখানে উত্তরবঙ্গের মূখ্য প্রচারক ভারত সেবাশ্রম সংঘের শ্রীমদ স্বামী প্রদিপ্তানন্দজী মহারাজ, গঙ্গারামপুর হিন্দু মিলন মন্দিরের অধ্যক্ষ পরেশান্দজী মহারাজ, গঙ্গারামপুর হিন্দু মিলন মন্দিরের যুগ্ম সম্পাদক রবীন্দ্রনাথ দাস, সম্পাদক চিত্তরঞ্জন সাহা, সভাপতি রতন সাহা ,সহ সভাপতি মানিক কুমার দেব সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আশ্রমের স্বামীজী থেকে দায়িত্বে থাকা সকলের সহযোগীতার পরিচালিত, হয়ে আসছে গঙ্গারামপুরের এই হিন্দু মিলন মন্দিরটি বলে যানা গিয়েছে।   

 উত্তরবঙ্গের মূখ্য প্রচারক ভারত সেবাশ্রম সংঘের শ্রীমদ স্বামী প্রদিস্তানন্দজী মহারাজ জানিয়েছেন, আশ্রমে দীক্ষাদান করা সহ ধর্মীয় আলোচনা করা হয়েছে গত দুদিন ধরে৷আশ্রমের মন্দিরের আর্থিক সহযোগীতা করার জন্য আবেদন জানায় সকলের কাছে। 

 গঙ্গারামপুর হিন্দু মিলন মন্দিরের অধ্যক্ষ পরেশান্দজী মহারাজ জানিয়েছেন, আমাদের এই মন্দিরের কাজ শেষ করার জন্য সহযোগীতার আবেদন করছি সকলের কাছে। সকলের সহযোগীতায় এমন কাজ সম্পূর্ণ হবে বলেই তিনি আশা প্রকাশ করেন। এরপরই তার উদ্বোধন করা হতে পারে। 

গঙ্গারামপুর হিন্দু মিলন মন্দিরের যুগ্ন সম্পাদক রবীন্দ্রনাথ দাস জানিয়েছেন, আমরাও চাই সকলেই সহযোগীতারহাত বাড়িয়ে দিয়ে আমাদের আশ্রমের মন্দিরের কাজ শেষ করুক। যারা সহযোগীতা করতে চান তারা 8001007137/ 9800064001 যোগাযোগ করতে পারেন।  

গঙ্গারামপুর হিন্দু মিলন মন্দির কর্তৃপক্ষের আশা, সকলেই তাঁদের সহযোগীতার হাত বাড়িয়েদেবেন বলে তারা দাবি করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here