গঙ্গারামপুরের ব্যবসায়ী মানিক সাহা খুনের ঘটনায় শাসকদলের দুই কর্মী স্বপন ও শুভকে গ্রেফতার করেছে বলে সাংবাদিক বৈঠক করে জানানো হল

0
1174

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর২৭জুলাই দক্ষিণ দিনাজপুর :-ব্যবসায়ী খুনের কয়েক দিনের মধ্যেই পুলিশ দুই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ মঙ্গলবার বিকেলে মালদা জেলার পৃথক দুটি জায়গা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে ওই দুই অভিযুক্তকে।মঙ্গলবার রাতেই গঙ্গারামপুর থানায়  সাংবাদিক বৈঠক করে দুই অভিযুক্ত স্বপন হালদার ও শুভঙ্কর বসাককে গ্রেফতারের কথা জানানো হয় পুলিশের তরফে।ধৃত দুইজন গঙ্গারামপুর পুরসভার ১৩নম্বর ওয়ার্ডের ভোদংপাড়ার শাসকদলের সক্রিয় কর্মী বলে খবর।ধৃতদের বুধবার গঙ্গারামপুর মহুকুমা আদালতে পাঠিয়ে পুলিশ রিমাইন্ডের আবেদন জানানো হবে বলে যানা গিয়েছে। বাকিদের খুব তাড়াতাড়ি ধরা হবে বলে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন।


  গত ২১ জুলাই রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর  512 নম্বর জাতীয় সড়কের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি নাম মানিক সাহা (৪৮) পেশায় গাড়ি ব্যবসায়ী ।বাবা সূর্য সাহা বাড়ি গঙ্গারামপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের ভোদন  পাড়া এলাকায়। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ওই ব্যবসায়ীর স্কুটি উদ্ধার হয়েছে।


    পরিবারের ও এলাকাবাসী অনুমান, রাত্রে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা তারা করে তাকে স্কুটি ফেলে রেখে প্রাণ বাঁচাতে পালাতে গিয়ে 512 নম্বর জাতীয় সড়কের পাশে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তাকে পাথর চাপা দিয়ে খুন করা হয়েছে বলে অনুমান করছে অনেকেই। প্রমাণ তথ্য লোপাটের জন্য দুষ্কৃতীরা ঘটনাস্থলের পাশে লাগানো সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে গিয়েছে।আজ সকালে এমন ঘটনা নজরে আসতে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।   

মৃতের পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার বিকেলে গঙ্গারামপুর থানার পুলিশ মালদা  থেকে ভোদনপাড়া এলাকার বাসিন্দা তৃণমূল কমর্মী স্বপন হালদার ও তার এক সহযোগী একই এলাকার বাসিন্দা শুভঙ্কর বসাককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে.. মঙ্গল রাতে গঙ্গারামপুর থানায় সাংবাদিক বেঠক করে এ এস পি গ্রামীণ ডান্ডুপ শেরপা ,গঙ্গারামপুরের মহুকুমা পুলিশ আধিকারিকদের সংঘে নিয়ে এমন গ্রেফতারের কথা বলেন। 

এ এস পি গ্রামীণ ডান্ডুপ শেরপা জানিয়েছেন ,দুজনকে গেফতার করা হয়েছে বাকিভের ধরতে বুধবার আদালতে পাঠিয়ে পুলিশ রিমাইন্ড নেওয়া হবে। বাকিদের খুব তারাতারি ধরা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here