গঙ্গারামপুরের বাঁধমোড়ে বিবাদী স্পোর্টিং ক্লাবের ৫০তম শ্যামাপূজো
থিম — গ্রামবাংলার হারিয়ে যাওয়া চিত্র, উদ্বোধনে মন্ত্রী বিপ্লব মিত্র,করা হল বস্ত্রদান শিবিরের আয়োজন
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ১৯ অক্টোবর:-দক্ষিণ দিনাজপুর:দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বাঁধমোড়ে অবস্থিত বিবাদী স্পোর্টিং ক্লাব এবছর পদার্পণ করল ৫০ বছরে। সুবর্ণজয়ন্তী বর্ষে ক্লাবের শ্যামাপূজোর থিম রাখা হয়েছে “গ্রামবাংলার হারিয়ে যাওয়া চিত্র”।রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র রবিবার দুপুরে পুজোর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পিতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, ক্লাবের সভাপতি রামভরম রবিদাস ১৩ ওয়ার্ড কাউন্সিলর পাপড়ি কর্মকার, গঙ্গারামপুর টাউন তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী বিভা ধর সাহ, সমাজসেবী আব্দুল মিত্র, সুকুমার ঘোষ, স্বপন সরকার সহ স্থানীয় বিশিষ্টজনেরা। উদ্বোধনী নৃত্য, প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে পুজোর সূচনা করেন মন্ত্রী বিপ্লব মিত্র।
মন্ত্রী বিপ্লব মিত্র ক্লাবের প্রতিমা ও প্যান্ডেল পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেন। ক্লাবের উদ্যোগে আয়োজিত বস্ত্রদান শিবিরে মন্ত্রীর হাত দিয়ে প্রায় ৩০০ জনের হাতে শীতবস্ত্র ও অন্যান্য পোশাক তুলে দেওয়া হয়।
রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের বিপ্লব মন্ত্রী বলেন, “এই ক্লাব প্রতিবছরই সমাজসেবার মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পুজোর পাশাপাশি মানুষের পাশে থেকে যে কাজ তারা করছে, তা সত্যিই প্রশংসনীয়।”
বিবাদী স্পোর্টিং ক্লাবের সম্পাদক কৃষ্ণ সরকার জানান, “৫০তম বর্ষে আমরা ভিন্ন স্বাদের পূজা উপহার দিতে চেয়েছি দর্শনার্থীদের সামনে।সারা বছর ক্লাবের সদস্যরা সমাজসেবায় যুক্ত থাকেন।”
বিবাদী স্পোর্টিং ক্লাবের সভাপতি রামজিয়ান রবিদাস, সম্পাদক কৃষ্ণ সরকার, সদস্য অভিজিৎ (সন্তু) সরকার, বিপ্লব বিশ্বাস, রাকেশ বর্মন, বিজয় বিশ্বাস, বিজয় কর্মকার, বিপুল ধর, সুব্রত ধর, প্রণব বিশ্বাস, সুদেব ঘোষ, রাজা মিশ্র, সুশান্ত সরকার, রামকৃষ্ণ সরকার ও অজিত সরকারের তত্ত্বাবধানে পুরো আয়োজন সম্পন্ন হয়, ও ক্লাবটি তাদের মাধ্যমে পরিচালিত হয়ে আসে দীর্ঘ বছর ধরে।
সব মিলিয়ে গ্রামবাংলার ঐতিহ্য ও সামাজিক দায়বদ্ধতার সুন্দর মেলবন্ধনে ৫০তম বর্ষে বিশেষ ছাপ ফেলেছে গঙ্গারামপুরের বিবাদী স্পোর্টিং ক্লাবের শ্যামাপূজো।