গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়া থেকে মহারাজপুর পর্যন্ত রোডশোতে পা মেলালেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়,সঙ্গে ছিলেন মন্ত্রী, রাজ্য তৃণমূলে সাধারণ সম্পাদক,জেলা সভাপতি থেকে শুরু করে নির্বাচনের দায়িত্ব থাকা তথা প্রাক্তন সংসদ অর্পিতা ঘোষও, রোডশোতে ভিড় হল ব্যাপক
গঙ্গারামপুর ১ জুলাই দক্ষিণ দিনাজপুর। পঞ্চায়েত ভোটের আগে প্রচার সারতে আসলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়া থেকে মহারাজপুর পর্যন্ত তিনি দলীয় কর্মীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে ভোট প্রচার করেন। সেখানে রাজ্যের মন্ত্রী ,জেলা তৃণমূল সভাপতি থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে নির্বাচনে দায়িত্ব থাকা প্রাক্তন সংসদ অর্পিতা ঘোষ উপস্থিত ছিলেন। প্রচুর তৃণমূল দলীয় কর্মী সমর্থকদের সমাগম হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় রোডশোকে কেন্দ্র করে। তবে ৬টার সময় রোডশোতে তিনি অংশগ্রহণ করার কথা থাকলেও আলিপুরদুয়ার থেকে আস্তে আস্তে তার শো প্রায় রাত আটটা বেজে যায়। তবুও লোকজনদের ভিড় ছিল চোখে পড়ার মত।সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলে জেলা সভাপতি ও নির্বাচনের দায়িত্ব থাকা প্রাক্তন সংসদ অর্পিতা ঘোষেরা জানালেন,মানুষজন উন্নয়নের শামিল হতেই ভোট দিবেন তৃণমূল কংগ্রেসে।
আগামী আটই জুলাই রয়েছে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন।সেই নির্বাচনকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়াতে রোডশো যোগদান করতে আসেন। প্রথমে গঙ্গারামপুর ব্লকের কাটাবাড়িতে সভা করার কথা থাকলেও সেই সভা বাতিল হয়ে যায়। পরে তিনি জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বে জানান ডাঙ্গাপাড়া থেকে মহারাজপুর পর্যন্ত প্রায় ৪কিলোমিটারের মতো রাস্তার রোডতে অংশগ্রহণ করবে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ পেতেই জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার নির্বাচনের দায়িত্ব থাকা প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ রোজশো করার প্রস্তুতি নেন। শনিবার বিকেল ছটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গঙ্গারামপুর এর ঠেঙ্গাপাড়াতে রোড শো করার কথা থাকলে আলিপুরদুয়ারের সভা করে গাড়িতে করে আসতে তার রাত্রি ৮টা বেজে যায়। তিনি হাজির হতেই তার সঙ্গে মিছিলে পা মেলান রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা তৃণমূল সভাপতি মৃনাল সরকার ,পঞ্চায়েত ভোটের দায়িত্ব থাকা প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, রাজ্য তৃণমূলে সাধারন সম্পাদক গৌতম দাস,জেলা তৃণমূলের চেয়ারম্যান, শাসকদলের বিধায়ক, গঙ্গারামপুর ব্লক তৃণমূলের সভাপতি শান্তনু ভট্টাচার্য থেকে একাধিক জেলা পরিষদের প্রার্থী, পঞ্চায়েত সমিতির ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থীসহ দলীয় সহ কর্মী সমর্থকেরা মিছিলে পা মেলান।চলে আদিবাসী নৃত্য, মা মাটি মানুষের একাধিক স্লোগান। এবিষয়ে সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন।
এবিষয়ে জেলা তৃণমূলের সভাপতি মৃণাল সরকার জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসা মনে কর্মীদের কাছে বাড়তি উৎসাহ যোগানো। প্রচুর মানুষের সমাগম হয়েছে জেলা পরিষদ,পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত আমরাই দখল করব।
জেলার নির্বাচনের দায়িত্বে থাকা তথা প্রাক্তন সংসদ অর্পিতা জানিয়েছেন,অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আইকন। তিনি যেখানেই আসবেন সেখানে দলীয় কর্মীরা আরো চালানো হবে।ভোটের ফলাফলে শাসক দলের প্রার্থীরা জয়লাভ করবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রোডশো কর্মসূচি তিনি দেরিতে সেখানে পৌঁছালেও প্রচুর মানুষের ভিড় হয়েছিল।