শীতল চক্রবর্তী বালুরঘাট ২৬ জানুয়ারি।দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের গোচিহার এলাকায় অবস্থিত ওরিয়েন্ট ন্যাশনাল আবাসিক স্কুলে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস।
অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। স্কুলের চেয়ারপার্সন নূরজাহান বেগম জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।এদিন আবাসিক স্কুলের প্রায় ৩০০থেকে ৩৫০ জন ছাত্রছাত্রী বিরাট আকারে শোভাযাত্রা সহকারে মিছিল করে স্কুল প্রাঙ্গণে উপস্থিত হয়। পরে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলের মন কেড়ে নেয়।
অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা প্রয়াত আব্দুল কিবরিয়া-র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর সাব ডিভিশনাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শীতল চক্রবর্তী,
স্কুলের চেয়ারপার্সন নূরজাহান বেগম,
স্কুলের ডিরেক্টর রাজেশ সরকার,বিশিষ্ট সমাজসেবী মোজাম্মেল হক, মন্টু মিয়া, সাহাজান মন্ডল, খুরসেদ হক,রাহুল সরকার, রোহিত সরকার, সাহানাজ খাতুন, উত্তম শীল, দীপক পাল,
জহুরুল হক, অবাইদুল ইসলাম, জুয়েল সরকার সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
এ বিষয়ে স্কুলের ডিরেক্টর রাজেশ সরকার বলেন,
“প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হলো। আদর্শ ছাত্রছাত্রী গড়ে তুলতে হলে আমাদের প্রতিষ্ঠানে আসতেই হবে।”
গঙ্গারামপুর সাব ডিভিশনাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শীতল চক্রবর্তী বলেন,
“এই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানই মানুষ গড়ার কারখানা। অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে।”
বিশিষ্ট সমাজসেবী মোজাম্মেল হক জানান,
“শিক্ষার অঙ্গনে ওরিয়েন্ট ন্যাশনাল স্কুল এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।”
এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো, ফলে স্কুল প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
Home বাংলা উত্তর বাংলা গঙ্গারামপুরের গোচিহারে ওরিয়েন্ট ন্যাশনাল আবাসিক স্কুলে জাঁকজমকপূর্ণ প্রজাতন্ত্র দিবস উদযাপন


























