“খেলা হবে”এই শ্লোগান যেন মূলত পারদ চরাচ্ছে বঙ্গ রাজনীতিতে।বঙ্গ রাজনীতিতে এই শ্লোগান প্রত্যেকটি রাজনৈতিক দলের মুখে। বিয়ে বাড়ি থেকে রাজনৈতিক জনসভা সবেতেই উঠছে খেলা হবে স্লোগান। রাস্তার দাবিতে পূর্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ।

0
520

মালদা:-“খেলা হবে”এই শ্লোগান যেন মূলত পারদ চরাচ্ছে বঙ্গ রাজনীতিতে।বঙ্গ রাজনীতিতে এই শ্লোগান প্রত্যেকটি রাজনৈতিক দলের মুখে। বিয়ে বাড়ি থেকে রাজনৈতিক জনসভা সবেতেই উঠছে খেলা হবে স্লোগান। রাস্তার দাবিতে পূর্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ। সেই বিক্ষোভেই উঠল খেলা হবে ধ্বনি। কিন্তু কি খেলা হবে? এই প্রশ্নের উত্তরে অবরোধকারীরা জানান ভোট বয়কট এর সিদ্ধান্ত নিতে চলেছেন তারা। বিগত দিনে এই রাস্তা নিয়ে বারংবার বিক্ষোভ-অবরোধ সামিল হয়েছেন এলাকার গ্রামবাসীরা।দিয়েছেন খুব শীঘ্রই সংস্কার করা হবে এই রাস্তার। মূলত প্রতিশ্রুতির ফুলঝুরি ছুটলেও এখনো পর্যন্ত তৈরি হয়নি গ্রামের রাস্তা এরই প্রতিবাদে রাস্তার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।
এদিন সকাল থেকেই গাজোল বামন গোলা পূর্ত সড়কে টায়ার, গাছের গুড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গাজোল ব্লকের মাজরা অঞ্চল এর জোতমনি গ্রামের সাধারণ মানুষ। তাদের দাবি রাস্তার দাবি জানালেও মিলেছে প্রতিশ্রুতি, এখনো পর্যন্ত রাস্তা পাইনি এলাকার মানুষ। বিগত দিনে এলাকার বিধায়ক এলাকায় নারকেল ফাটিয়ে রাস্তার শিলান্যাস করলেও তৈরি হয়নি রাস্তা। তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে রাস্তার দাবি পূরণ না হলে ভোট বয়কটের সিদ্ধান্ত নামতে চলেছে এলাকাবাসী।
সকাল থেকেই জাতীয় সড়ক অবরোধের জেরে তীব্র যানজট সৃষ্টি হয় গাজোল বামন গোলা পূর্ত সড়কে। যার ফলে চরম নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গাজোল থানার পুলিশ।অবরোধ প্রত্যাহারের ব্যাপারে দফায় দফায় চলতে থাকে পুলিশের সাথে বৈঠক। খবর লেখা পর্যন্ত অবরোধ চালিয়ে যাচ্ছেন এলাকার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here