খেলার ছলে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু এক বছরের এক শিশুর

0
307

খেলার ছলে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু এক বছরের এক শিশুর, বটুনের ইদ্রাকপুর গ্রামের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৯ আগষ্ট—  খেলার ছলে পুকুরের জলে পড়ে গিয়ে মৃত্যু হল এক শিশুর।চাঞ্চল্যকর ঘটনাটি পতিরাম থানার বটুন গ্রাম পঞ্চায়েতের  ইদ্রাকপুর গ্রামের। পরিবার সুত্রে জানা গেছে এক বছর বয়সী ওই শিশুর নামকরণও হয়নি এখন। তার এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। জানা গেছে পেশায় কৃষক দীপক মন্ডলের ছেলে ওই শিশুটি। বৃহস্পতিবার বিকেলে মা মানসী মন্ডলের সাথে বাড়ির পাশে নিজের মনে খেলা করছিল শিশুটি। সেই সময় তার মা বাড়িতে জিনিস আনতে গেলে খেলার ছলে পুকুরের জলে পড়ে যায় শিশুটি। বিষয়টি তার ছোট্ট দিদি দেখতে পায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক মৃত বলে ঘোষণা করেছে শিশুটিকে
বিশ্বজিৎ মন্ডল নামে এক আত্মীয় বলেন, খেলতে খেলতেই জলে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here