খেলবে ভারত বাড়বে ভারত ইয়ুথ ক্লাব দ্বারা পরিচালিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বেলবাড়ি হাইস্কুলে দক্ষিণ দিনাজপুর একল অঞ্চল সমিতির তরফে, ভিড় হয়েছিল ব্যাপক

0
448

শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর,২৫সেপ্টেম্বর,দক্ষিণ দিনাজপুর:-খেলবে ভারত বাড়বে ভারত এই স্লোগানকে সামনে রেখে ইয়ুথ ক্লাব দ্বারা পরিচালিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে কাদিঘাট বেলবাড়ি হাইস্কুলের সূচনা করেন স্বামীজি। সেখানে দক্ষিণ দিনাজপুর একক অঞ্চল সমিতির একাধিক নেতৃত্বের উপস্থিত ছিলেন। খেলতে ও খেলা দেখতে ভীড় হয়েছিল ব্যাপক।

          একোল অভিযান গ্রাম স্বরাজ মঞ্চ দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির বাংলা সম্ভাগ ইউথ ক্লাব দ্বারা পরিচালিত  জেলাস্তরে  ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হলো। গঙ্গারামপুরের কাদিঘাট বেলবাড়ি হাই স্কুলে এদের খেলায় উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের গঙ্গারামপুর এর অধ্যক্ষ স্বামী পরেশানন্দজি মহারাজ। স্বামীজিকে আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। সেখানে বেলবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক পার্থ সরকার, সংস্থার সভাপতি রানা সাহা, সম্পাদক বাবলু সরকার, কোষাধাক্ষ সুরজিৎ সাহা সহ  আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় যেমন ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছিল তেমনি ভিড়ও হয়েছিল চোখে পড়ার মতো।

       সংস্থার জেলা সম্পাদক জানিয়েছেন, খেলবে ভারত জিতবে ভারত। এই স্লোগানকে সামনে রেখে আমরা এমন খেলার আয়োজন করেছি।আগামী দিনেও এমন খেলার আয়োজন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here