বিশ্বজিৎ চক্রবর্তী,আলিপুরদুয়ার:- করোনা সংক্রমণের ঢেউ নিয়ন্ত্রণে আসতেই, মঙ্গলবার থেকে স্কুল খোলার নির্দেশ দেয় রাজ্য শিক্ষা দপ্তর। করোনার জেরে দীর্ঘ প্রায় ২০ মাস বন্ধ থাকার পর ফের গোটা রাজ্যের সাথে আলিপুরদুয়ার জেলাতেও খুলে গেলো স্কুল ,কলেজ। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের নিয়ে পড়াশুনা চলবে। মঙ্গলবার করোনা আতঙ্ক কাটিয়ে জেলার বিভিন্ন হাই স্কুলের নবম, দশম ও নতুন একাদশ শ্রেণির ছাত্রীদের গোলাপ ফুল, চকলেট ও কলম দিয়ে স্বাগত জানানো হল স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে। দীর্ঘদিন পর স্কুলে খোলায় ভীষণ খুশি পড়ুয়ারা।