শীতল চক্রবর্তী বালুরঘাট ২৯ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া গঙ্গারামপুর ব্লকের এক যুবককে এসআইআর হিয়ারিংয়ের জন্য বালুরঘাট জেলা সংশোধনাগার থেকে গঙ্গারামপুরে আনা হয়। আদালতের নির্দেশে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন হয়।
জানা গিয়েছে,প্রায় পাঁচ বছর আগে কুমারগঞ্জে এক নাবালিকা স্কুলছাত্রীকে গণধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয় এবং পরে আগুনে পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়। ওই ঘটনায় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বালুরঘাট জেলা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্ট–১-এর বিচারক সন্তোষ পাঠক গত ৬ ডিসেম্বর গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকার বাসিন্দা মহবুর মিঞা-সহ মোট তিন অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন
ওই মামলার সঙ্গে সম্পর্কিত এসআইআর হিয়ারিংয়ের তারিখ নির্ধারিত ছিল গঙ্গারামপুর বিডিও অফিসে মহবুরের। আদালতের নির্দেশ অনুযায়ী,বালুরঘাট জেলা সংশোধনাগার থেকে দোষীসাব্যস্ত যুবককে নিরাপত্তার মধ্যেই সেখানে নিয়ে আসা হয়।
এবিষয়ে গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল জানান,“নিয়ম মেনেই হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।”























