খুঁটি পূজার মধ্য দিয়ে গঙ্গারামপুর এর ফুটবল ক্লাব দূর্গা পূজার কাজের সূচনা হলো, তাদের পুজোর থিম নিরুদ্দেশের খোঁজে

0
341

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১১ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর:-খুঁটি পূজার মধ্য দিয়ে গঙ্গারামপুরের একটি নামকরা ক্লাবের দুর্গাপূজার কাজের সূচনা করা হলো। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর হালদারপাড়া সার্বজনীন দুর্গোৎসব নামে এই ক্লাবের পূজোটি ফুটবল ক্লাব করে থাকে। ৪৫তম বর্ষে  তাদের এবার পুজোর থিম নিরুদ্দেশের খোঁজে। টাকার বাজেট হয়েছে তাদের। কাঁথি শিল্পীরা তারা এবার পূজা মন্ডপ সাজিয়ে তুলবেন।

       খুঁটি পূজার মধ্য দিয়ে ৪৫ তম বর্ষে গঙ্গারামপুরের ফুটবল ক্লাব তাদের এবার থিম তুলে ধরেছেন নিরুদ্দেশের খোঁজে। কাঁথি শিল্পীরা পাট ধান থেকে শুরু করে বিভিন্ন জিনিস দিয়ে পূজা মন্ডপ থেকে শুরু করে প্যান্ডেল প্রতিমা তৈরি করবেন। সমাজ থেকে যেগুলো জিনিস হারিয়ে যাচ্ছে সেই জিনিসগুলো যেন পুনরায় ফিরিয়ে আনা যায় সেই উদ্দেশ্যেই তাদের এই উদ্যোগ বলে জানা গেছে। কুড়ি লক্ষ টাকার উপরে তাদের বাজেট বলে জানা গেছে। সব মিলিয়ে তাদের বিনোদনের ব্যবস্থাও থাকবে পূজা মন্ডপের সামনে।

ক্লাবের সভাপতি সুদে হালদার, সম্পাদক বরুণ সরকার, পুজো কমিটি অন্যতম সদস্য গৌড় পদক ঘোষ জানান, আমাদের পুজো এবার জেলার মধ্যে সেরা হবেই। অজানা জিনিস কে জানানোর জন্যই পুজো দর্শনার্থীদের সামনে এমন একটি থিম তুলে ধরা হয়েছে। পূজো নিয়ে থাকো বিশেষ অনুষ্ঠানও।

 খুঁটি পূজার অনুষ্ঠানে ক্লাবের আরো অনেক সদস্য উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here