খাবারের সন্ধানে লোকালয়ে এসে ফিরে যেতে পাড়লো গজরাজ।

0
582

শিলিগুড়ি:-

খাবারের সন্ধানে লোকালয়ে এসে ফিরে যেতে পাড়লো না জঙ্গলে।দিনভর আটক রইল গজরাজ।প্রায় প্রতিদিন রাতে বৈকুন্ঠপুর জঙ্গল থেকে হাতীর পাল লোকালয়ে আসে খাবারের সন্ধানে তবে দিনের আলো ফোটার আগে জঙ্গলে ফিরে যায়।বৃহস্পতিবার জঙ্গল থেকে বেড়িয়ে ফেরে জঙ্গলে ফিরতে পারলো না দলছুট এক হাতি।সারাদিন শিলিগুড়ির মিলন মোর এলাকায় দাপিয়ে বেড়ালো।অবশেষে বনকর্মীরা এসে হাতীটিকে জঙ্গলে ফেরায়।কিছু দিন চিতাবাঘের হানা তার পর হাতির হানায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here