আলিপুরদুয়ার:- খাবারের লোভে লোকালয়ে হানা দিলো বুনো হাতি। গাছের কাঠাল ও ঘরে মজুত করে রাখা আলু খেয়ে ফিরে গেলো জঙ্গলে। ঘটনাটি খয়েরবাড়ি বনাঞ্চল সংলগ্ন ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও এলাকায়। জানা গিয়েছে, বুধবার ভোরে খয়েরবাড়ি বনাঞ্চল থেকে দুটো বুনো হাতি হানা দেয় দক্ষিণ দেওগাঁও এলাকায়। হানা দিয়ে এলাকার কাঠাল গাছে কাঠাল খেয়ে স্থানীয় বাসিন্দা অমল সরকারের আলুর ঘরে হানা দেয়। ঘরের বেড়া ভেঙে প্রায় তিন থেকে চার কুইন্টাল আলু খেয়ে তছনছ করে। তবে বেশির ভাগ আলু মাটিতে ফেলে নষ্ট করে বলে জানা যায়। এরপর এলাকাবাসীর তৎপরতায় হাতি দুটিকে জঙ্গলে তাড়ানো হয়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ‘ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ পাবেন।’