খবরের জের, তপনের মাঝিখন্ডা চৌমুনী বাজারের বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের বিকল থাকা প্ল্যান্টটি সচল করল প্রশাসন।

0
396

শীতল চক্রবর্তী তপন 23 জুলাই দক্ষিণ দিনাজপুর:-খবরের জের, তপনের মাঝিখন্ডা চৌমুনী বাজারের বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের বিকল থাকা প্ল্যান্টটি সচল করল প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তপন ব্লকের দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের মাঝিখন্ডা চৌমুনী বাজারে দীর্ঘদিন আগে জেলা পরিষদের পক্ষ থেকে বসানো হয়েছিল বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের প্ল্যান্ট।

যেটি চালুর কিছুদিন পর থেকেই দীর্ঘদিন বিকল হয়ে পড়েছিল। খবরে সেই সংবাদ প্রকাশিতও হয়েছিল সম্প্রতি।

স্থানীয়রা জানান, এরপর সম্প্রতি প্রশাসনের তরফে বিকল হয়ে পড়ে থাকা ওই বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের প্ল্যান্টটি সচল করা হয়েছে।

বর্তমানে মাঝিখন্ডা চৌমুনী বাজার সহ সংলগ্ন এলাকা এবং পথ চলতি মানুষেরা সেখান থেকে সংগ্রহ করে পান করছেন বিশুদ্ধ ঠান্ডা পানীয় জল।

স্বাভাবিক ভাবেই পানীয় জলের প্ল্যান্টটি সচল হওয়ায় খুশি এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here