কয়েক মাস আগে ঘোষনা হলেও বুধবার ইসলামপুর সাইবার ক্রাইম থানার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উত্তরবঙ্গ পুলিশের আইজি দেবেন্দ্র প্রকাশ সিং।

0
230

উত্তর দিনাজপুর:-কয়েক মাস আগে ঘোষনা হলেও বুধবার ইসলামপুর সাইবার ক্রাইম থানার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উত্তরবঙ্গ পুলিশের আইজি দেবেন্দ্র প্রকাশ সিং। এছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি অনুপ জয়সোয়াল, ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল সহ ইসলামপুর পুলিশ জেলার পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে ইসলামপুরে সাইবার ক্রাইমের বিভিন্ন অভিযোগ উঠে আসছিল।

সাধারন মানুষকে প্রতারনার হাত থেকে বাঁচাতে সাইবার ক্রাইম থানা খোলার সিদ্ধান্ত নেয় ইসলামপুর পুলিশ জেলা। রাজ্য পুলিশের তরফে গ্রীন সিগন্যাল পেতেই সাইবার ক্রাইম থানার ঘোষনা করেছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর। সেই সাইবার ক্রাইম থানা এদিন ফিতে কেটে উদ্বোধন করেন উত্তরবঙ্গ পুলিশের আইজি দেবেন্দ্র প্রকাশ সিং। ইসলামপুর সাইবার ক্রাইম থানা থেকে ইসলামপুর পুলিশ জেলা এলাকার মানুষ প্রতারিত হওয়ার ঘটনায় সুবিচার পাবেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল। অন্যদিকে ইসলামপুর সাইবার ক্রাইম থানার পাশাপাশি ইসলামপুর ট্রাফিক বিভাগের নবনির্মিত কার্যালয় সহ এক রক্তদান শিবিরের শুভ সূচনাও করেন উত্তরবঙ্গ পুলিশের আইজি দেবেন্দ্র প্রকাশ সিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here