মালদা- ক্ষুদে ফুটবলারদের উৎসাহ দিতে খেলার সামগ্রী বিতরণ করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মালদা শহরের ৪ নম্বর ওয়ার্ডের দুই নম্বর গভর্নমেন্ট কলোনি ইউনাইটেড ক্লাব এন্ড লাইব্রেরীর মাঠে দুঃস্থ শিশুদের নিয়ে একটি ফুটবল কোচিং ক্যাম্প চালু রয়েছে।সোমবার সকালে এই কোচিং ক্যাম্পের খেলোয়াড়দের উৎসাহ দিতে ওই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ক্ষুদে ফুটবলারদের হাতে জার্সি, মোজা, টিফিন বক্স সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এদিন প্রায় ৩৫ জন খুদে খেলোয়ারকে খেলার সামগ্রী দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবল ক্যাম্প পরিচালক প্রদীপ দে ও ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অশোক সাহা, ডিএসএস ক্রিকেট মেম্বার সমীর ঘোষ, বিনয় মৈত্র সহ আরও অন্যান্য সদস্যরা।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার ক্ষুদে ফুটবলারদের উৎসাহ দিতে খেলার সামগ্রী বিতরণ করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা।