বুনিয়াদপুর ক্রিয়েটিভ ডান্স একাডেমির পরিচালনা ও ব্যবস্থাপনায় “আনন্দ ধারা” তরফে প্রথম বার্ষিক নৃত্যানুষ্ঠান অনুষ্টিত হল গঙ্গারামপুর হাইস্কুল ময়দানে, অনুষ্ঠানে বিশিষ্টজন ও শহরবাসীর ভিড় হল ব্যাপক বালুরঘাট ১৮মে।দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর ক্রিয়েটিভ ডান্স একাডেমির পরিচালনা ও ব্যবস্থাপনায় “আনন্দ ধারা” প্রথম বার্ষিক নৃত্যানুষ্ঠান অনুষ্টিত হল গঙ্গারামপুর হাইস্কুল ময়দানে।
গঙ্গারামপুর ক্রিয়েটিভ ডান্স একাডেমির প্রথম বার্ষিক নৃত্যানুষ্ঠান “আনন্দধারা” অনুষ্টানে বিশিষ্টজনদের উপস্থিতি ও গঙ্গারামপুর দর্শকের ভিড়ে অনুষ্ঠান ও অন্য রকম রূপ নিয়েছিল।
বুনিয়াদপুর ক্রিয়েটিভ ডান্স একাডেমী এবছর
গঙ্গারামপুর শহরের হাইস্কুল ময়দানে প্রথম বার্ষিক সভায় আয়োজন করে।অনুষ্ঠানে শাস্ত্রীয় নৃত্য,রবীন্দ্র নৃত্য বিশ্বভারতী আঙ্গিকে,লোকনৃত্য (চরক, গড়বা, কালবেলিয়া, ভাংড়া)নাচ ,ক্রিয়েটিভ ডান্স (গুরু শ্রী কোহিনূর সেন বরাটের আঙ্গিকে),নকশী কাঁথার মাঠ (থিম ডান্স),মহাভারত (থিম ডান্স)মত বিভিন্ন ধরনের নাচ অনুষ্ঠিত হয়। সেখানে সরকারি আইনজীবী চিরঞ্জিব মিত্র,জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল,শিক্ষক নেতা সুব্রত মুখার্জী,গঙ্গারামপুর কলেজের প্রিন্সিপাল,ক্রিয়েটিভ ডান্স একাডেমির কর্ণধর দেবস্মিতা সিংহ নন্দী, সমাজসেবী কাঞ্চন সেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সরকারি আইনজীবী চিরঞ্জিব মিত্র বলেন,”এমন অনুষ্ঠানে এসে ভালো লাগছে।আমি নিজেও খুবই খুশি।”
জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল জানিয়েছেন,”খুবই খুশি হয়েছি এমন অনুষ্ঠান দেখে।” ক্রিয়েটিভ ডান্স একাডেমির কর্ণধর দেবস্মিতা সিংহ নন্দী বলেন,”খুবই ভালো লাগল এতো মানুষজন এসেছে।আগামীতে আরও ভালো অনুষ্ঠান করা হবে।”
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর ক্রিয়েটিভ ডান্স একাডেমির পরিচালনা ও ব্যবস্থাপনায় “আনন্দ ধারা” তরফে প্রথম বার্ষিক নৃত্যানুষ্ঠান...