ক্যারাটে প্রশিক্ষক সেয়ান রঘুনাথপালের কাছে প্রশিক্ষণ নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার ৩২ জন খুদে পড়ুয়া কলকাতা নেতাজি ইনডোরে স্টেডিয়ামে ইন্টার ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সুযোগ পেল

0
315

গঙ্গারামপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকার বাসিন্দা ক্যারাটে প্রশিক্ষক সেয়ান রঘুনাথপালের কাছে প্রশিক্ষণ নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার ৩২ জন খুদে পড়ুয়া কলকাতা নেতাজি ইনডোরে স্টেডিয়ামে ইন্টার ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সুযোগ পেল, সাধুবাদ জানিয়েছেন সকলেই

গঙ্গারামপুর ২৩ জুলাই দক্ষিণ দিনাজপুর : কলকাতা নেতাজি ইনডোরে স্টেডিয়ামে ইন্টার ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সুযোগ পেল দক্ষিণ দিনাজপুর জেলার ৩২ জন খুদে পড়ুয়া। গঙ্গারামপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকার বাসিন্দা ক্যারাটে প্রশিক্ষক সেয়ান রঘুনাথপালের কাছে প্রশিক্ষণ নিয়ে তারা এমন সুযোগ পেয়েছে বলে জানা গেছে।ইতিমধ্যে রঘু বাবুর কাছে প্রশিক্ষণ নিয়ে বহু ছাত্র-ছাত্রী রাজ্যস্তর থেকে শুরু করে ইন্টারন্যাশনাল পর্যায়ের ক্যারাটে খেলায় বিভিন্ন জায়গায় সেরার সেরা পুরস্কার পেয়েছে।এবারও তার কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া ৩২ জন ছাত্রছাত্রী এমন সুযোগ পেয়েছে। স্বাভাবিক ভাবেই সেয়ান রঘুনাথপালের কাছে প্রশিক্ষণ নেওয়া ছাত্রছাত্রীরা জোড় কদমে চলছে কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে যাওয়ার প্রশিক্ষণ ও প্রস্তুতি। এবারও যে সেখান থেকে পুরস্কার নিয়ে আসবে রঘুবাবুর টিমের ছাত্র-ছাত্রীরা সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না।

     বর্তমান সময়ে মোবাইলের প্রতি আশক্তি হয়ে পড়ছে পড়ুয়া ছাত্রছাত্রীরা। মোবাইলের আশক্তি থেকে দুরে সরাতে অভিভাবকেরা ছেলে,মেয়েদের ক্যারাটের প্রতি আগ্রহ বাড়িয়েছেন আগের তুলনায় অনেক বেশি।জোড় দিচ্ছেন ভবিষ্যতে ছেলে,মেয়েরা বিপদের মুখ থেকে নিজেকে আত্মরক্ষা যেন নিজেরাই করতে পারেন। শুধু আত্মরক্ষা এমন নয়, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চলতি মাসের ২৯ ও ৩০ তারিখে কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইন্টার ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে।আর সেখানে খেলার সুযোগ পেলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ক্যারাটে প্রশিক্ষক সেয়ান রঘুনাথ পালের কাছে প্রশিক্ষণ নেওয়া ৩২জন ছাত্র ছাত্রী। কলকাতা নেতাজি ইনডোরে স্টেডিয়ামে ইন্টার ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ খেলতে যাবার আগে জোড় কদমে শুরু হয়েছে প্রশিক্ষণ।
    এবিষয়ে ক্যারাটে প্রশিক্ষক রঘুনাথ পাল বলেন, আমি খুবই আনন্দিত যে এর আগেও আমাদের এখান থেকে প্রশিক্ষণ নেওয়া ছাত্রছাত্রীরা ক্যারাটে ইন্টারন্যাশনাল খেলার প্রতিযোগিতা অংশগ্রহণ করে পুরস্কার নিয়ে এসেছিল।এবারও তারা পুরস্কার আনবে বলে আমি আশাবাদী।
   বিগত দিন গুলিতেও ক্যারাটে প্রশিক্ষক রঘুনাথ পালের ছাত্র ছাত্রীরা ইন্টার ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অংশ নিয়ে গোন্ড ও রুপো পদক জয়ী হয়েছে।
    এবিষয়ে এক অভিভাবক বলেন,রঘুনাথ পালের কাছে প্রশিক্ষণ নিয়ে আমাদের ঘরের ছেলেমেয়েরা এত ভালো এর আগেও সোনা একাধিক পদক এনেছিল। আশাবাদী এবারও ছাত্রছাত্রীরা পদক আনবে। সেয়ান রঘুনাথ পাল আগামী দিন তার কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া ছাত্রছাত্রীরা আরো ভালো জায়গায় যাবে বলেই অনেকেই আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here