কৌরব বর্মনের বাড়িতে গিয়ে সংবর্ধনা দিলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র

0
105

কৌরব বর্মনের বাড়িতে গিয়ে সংবর্ধনা দিলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র,দিলেন পাশে থাকার আশ্বাসও

শীতল চক্রবর্তী বালুরঘাট ৮মে দক্ষিণ দিনাজপুর।উচ্চ মাধ্যমিকে রাজ্যে সম্ভাব্য দশম কৌরব বর্মনের বাড়িতে গিয়ে সংবর্ধনা দিলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। সেই সঙ্গে পাশে থাকার আশ্বাস দিলেন মন্ত্রী সহ পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিশিষ্টজনেরা।
দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের নিমপুর গ্রামের বাসিন্দা কার্তিক বর্মনের ছেলে কৌরব বর্মন। কৌরব এবছর বালাপুর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। বুধবার ফল প্রকাশ হতে দেখা যায় ৪৮৮নম্বর পেয়ে রাজ্যের সেরা দশের সম্ভাব্য মেধা তালিকায় দশম স্থান অর্জন করেছে। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের প্রত্যন্ত এলাকার বালাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র কৌরব উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দশম স্থান অর্জন করার খবর ছড়িয়ে পড়তে খুশির হাওয়া ছড়ায়। এদিন বিকেল হতে বালাপুরের নিমপুর গ্রামে হাজির হন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। কৌরবকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সংবর্ধনা দেওয়া হয়। মন্ত্রীর সঙ্গে কৌরবকে সংবর্ধনা দিতে হাজির হয়েছিলেন জেলা পরিষদের সদস্য পূর্ত কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল,তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন,তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ,তপন থানার আইসি জনমারি ভিয়ান্নে লেপচা,সমাজসেবী সুব্রত ধর,অজয় বর্মন সহ আরো অনেকেই। রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানালেন, ওই ছাত্রের সাফল্যে থাকে সংবর্ধনা জানানো হয়েছে।তার পাশে থেকে সব সময় সহযোগিতা করা হবে বলে তুমি আশ্বাস দেন।” তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন বলেন,”তপনের মুখ উজ্জ্বল করেছে সে। পাশে রয়েছি আমরা,ওকে সব ধরনের সহযোগিতা করব সব সময়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here