শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর, ১ এপ্রিল ,দক্ষিণ দিনাজপুর:-করোনার মহামারী থেকে জনগণের সংকট মোচনের জন্য প্রতিবছরের মতো এবছরও মহা ধুমধাম সহকারে হনুমানজির পূজার আয়োজন করা হলো। মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ডাবলু ডি পাড়ার শিব মন্দির কমিটির তরফ বিশাল এই পুজোতে প্রায় কোভিড বিধি মেনেই ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। গঙ্গারামপুরের পি ডাবলু ডি পাড়ার শিব মন্দির কমিটির তরফে হনুমান জীর পুজো 19 বছরে পা দিল। মঙ্গলবার দুপুরে পূর্নভবা নদী থেকে বহু ভক্ত হনুমানজির পূজার জন্য মঙ্গল ঘটে জল নিয়ে আসেন। তারপরে বিরাট আকারে হনুমান জীর পুজো শুরু হয়। মন্দিরে থাকার শিব দেবতা কে সেখানে পুজো দেওয়া হয়। সেখানেই উদ্যোক্তাদের তরফে জনসাধারণের মঙ্গলকামনায় বিরাট হোম যজ্ঞ করা হয়

এ বিষয়ে মহাকুমার বিশিষ্ট আইনজীবী তথা পুজো কমিটির অন্যতম সদস্য রঞ্জন পান্ডে (বুগলি) জানিয়েছেন, করোনা মহামারী জনগণের সংকট মোচনের জন্য প্রতিবছরের মতো এ বছরও আমরা হনুমানজির পূজার আয়োজন করেছি। বহুদূর থেকে বহু ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। এমন অনুষ্ঠান আগামী দিনেও করা হবে।
এ বিষয়ে এক বাজরংবালি সাধক সাধন চক্রবর্তী জানিয়েছেন, সংকটমোচন জী করোণা মহামারীর সংকটে সব সময় তা মোচন করেন। সেই কারণেই কভিড বিধি মেনেই এবছর পূজোতে আমরা এগিয়ে এসেছি। সকলকে ভাল রাখুক বজরংবালী এই আশা রাখছি।
বজরংবলী পূজার প্রসাদ পেয়ে তিন ভক্ত জানালেন, মনোবাসনা পূর্ণ হয় বলেই প্রতি বছর পুজোর দিন না এসে থাকতে পারিনা। উদ্যোক্তাদের ধন্যবাদ জানায় তারা যেন বছর বছর এমন অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

এদিন মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় ছিল মোটামুটি। গঙ্গারামপুরবাসীও উদ্যোক্তাদের এমন কাজ কে সাধুবাদ জানিয়েছেন।