পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৭ জুন––– লকডাউনের নিয়ম ভেঙ্গে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ে কিচেন কর্মসূচীর খাবারের কুপন বিলিকে কেন্দ্র করে তুমুল বিশৃঙ্খলা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছতে হয় সিভিক ভলেন্টিয়ার্সদের। এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে তাদের হাতে খাবার তুলে দেওয়ার উদ্যোগ নেয় বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের স্টাফ কাউন্সিল। রবিবার বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ২০০৫ এবং ২০০৭-এর ব্যাচের প্রাক্তনীদের সহযোগীতায় খাবার বিলির ব্যবস্থা হয় । এদিন সকাল থেকে যে কর্মসূচী শুরু হতেই সামাজিক দূরত্ববিধি ভুলে খাবারের কূপন নিতে হুড়োহুড়ি পড়ে যায় বিদ্যালয় চত্বরে। বিপুল সংখ্যক মানুষ কূপন না পেয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দেন। যাকে ঘিরেই তুমুল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় স্কুল চত্বরে। ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার সিভিক ভলেন্টিয়াররা এলাকায় পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে।
আত্রেয়ী কলোনীর বাসিন্দা মালা কর্মকার জানিয়েছেন, লাইনে দাঁড়িয়ে কুপন পেয়েছিলাম কিন্তু ভীড়ের মধ্যে কেউ হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যায়। এমন ঘটনায় তিনি অস্বস্তিতে পড়েছেন।
তারা দাস নামে অপর এক বৃদ্ধা বলেন বুড়ি কালী মন্দিরে গিয়ে তাদেরকে আসতে বলা হয়েছিল, কিন্তু এসে কোন খাবার নেওয়ার কূপন পাননি।
বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের সম্পাদক বিপুল কান্তি ঘোষ বলেন, আমরা প্রতিদিন ১৫০ জন দুঃস্থ মানুষকে খাবার দিয়ে থাকি। যে কোন কারনেই হোক আজকে ১৫০-র পরিবর্তে প্রায় ৪০০ মানুষ চলে এসেছে, যেকারনেই সমস্যা হয়েছে ।