কোভিড পরীক্ষায় গতি আনার উদ্যোগ, রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে জেলায় বসানো হচ্ছে ভিআরডি ল্যাব

0
568

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২০ মে—  করোনা দুঃশ্চিন্তা দূর করতে বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে বসতে চলেছে  ভি আরডি ল্যাব। বৃহষ্পতিবার দুপুরে বালুরঘাট  সুপারস্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে এসে এই কথাই জানিয়েছেন উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ওএসডি ডক্টর সুশান্ত রায়। আজ এই পরিদর্শনে  ডক্টর সুশান্ত রায় ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুকুমার দে,  দক্ষিণ দিনাজপুর জেলার সহ স্বাস্থ্য অধিকর্তা ডক্টর রমেশ কিস্কু সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ।

আর এই ভিআরডি  ল্যাব তৈরির ফলে উপকৃত হবেন  দক্ষিন দিনাজপুর সহ উত্তরবঙ্গের অসংখ্য মানুষ। গত বছর প্রায় দুই মাস দক্ষিন দিনাজপুর জেলা গ্রীন জোন হিসেবে গন্য হয়েছিল।  তারপরেই ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা জেলায় ফিরতেই কোভীড টেস্ট জরুরি হয়ে পড়ে। তবে জেলাই সেই সুবিধা না থাকায় স্যাম্পেল প্রথমে শিলিগুড়ি  উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাতে হতো। সেখান থেকে রেজাল্ট পেতে বেশ কয়েক দিন সময় লাগতো। আর যার ফলে রোগীর  চিকিৎসা  শুরু হতেও দেরী হয়ে যেত। পরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভিআরডি ল্যাব চালু হলেও সমস্যা থেকেই যায়।  কোভীড পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গের ভার প্রাপ্ত ওএসডি সুশান্ত রায় জেলায় এসে এব্যাপারে বৈঠক করে  ভি আরডি ল্যাব খোলার জন্য রাজ্য স্বাস্থ্য দফতরকে বিষয়টি  জানিয়েছিল। এবারে সেই প্রচেষ্টা সফল হচ্ছে। এই ল্যাব চালু হলে  দক্ষিণ দিনাজপুরের কোভিড আক্রান্ত রোগীরা খুব অল্প সময়ের মধ্যেই  টেস্টের রিপোর্ট হাতে পেয়ে যাবেন বলেও জানানো হয়েছে।   সুশান্ত রায় বলেন, করোনা পরিস্থিতি নিয়ে একটি মিটিং করা হয়েছে। বেড বাড়াবার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভি আর ডি ল্যাবের কাগজ হাতে পেয়ে যাওয়ায় তার কাজও চটজলদি উপায়ে শুরু হবে জেলায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here