কোচবিহার :- কোচবিহার MJN মেডিক্যাল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে মডেল বার্থিং বেডের উদ্ধবোধন করা হয় ।বুধবার বেডের উদ্ধবোধন করেন কোচবিহার MJN মেডিক্যাল কলেজ হাসপাতাল রোগী কল্যান সমিতি চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এছাড়া উপস্থিত ছিলেনMJN মেডিক্যাল কলেজ হাসপাতালের MSVP ডক্টর রাজীব প্রসাদ প্রমুখ ।একই সঙ্গে এদিন হাসপতালের দন্তচিকিৎসা বিভাগে এনআরসিটি স্কেল মেশিন বসানো হয় ।
চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কোচবিহার মাদার এন্ড চাইল্ড বিভাগ ( মাতৃমা ) করা হয়েছে । আজ থেকে সেখানে মডেল বার্থিং বেডের ব্যবস্থা করা হল ।অত্যাধুনিক এই বেডের ফলে প্রতকে উপকৃত হবেন ।
MSVP ডক্টর রাজিব প্রসাদ জানান একটি করে বেড প্রতি খরচ এসেছে প্রায় ১ লখ ৯০ হাজার টাকা ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর কোচবিহার MJN মেডিক্যাল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে মডেল বার্থিং বেডের উদ্ধবোধন করা...