কোচবিহার:- বুধবার কোচবিহার সেক্টর বিএসএফের ডিআইজি শৈলেন্দ্র কুমার সিনহার সাথে দেখা করলেন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । এদিন কোচবিহার কাকারিবারি বিএসএফ সেক্টর হেডকোয়ার্টার দেখা করে বেশ কিছু বিষয় নিয়ে তার সাথে আলোচনা করেন তারা । । যদিও দেখা করার বিষয়টি নিয়ে বিজেপি কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ বলে জানান । দিলীপ ঘোষ বলেন তিনি লোকসভায় স্ট্যান্ডিং কমিটির সদস্য রয়েছেন যে কারণে যেখানেই যান সেখানে বিএসএফের সঙ্গে দেখা করেন বলে তিনি জানান ।আজ এখানে দেখা করে তারা কেমন আছেন কিভাবে কাজ করছেন এই সব বিষয় নিয়ে আলোচনা করা হয় ।বিএসএফ সীমান্ত ক্ষমতা 50 কিলোমিটার করা নিয়ে তিনি বলেন এতে তাদের কাজ করতে অনেকটা সুবিধা হবে ।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার কোচবিহার সেক্টর বিএসএফের ডিআইজি শৈলেন্দ্র কুমার সিনহার সাথে দেখা করলেন করলেন বিজেপির...