লোকেশন : কোচবিহার।
কোচবিহার : কোচবিহার রাজ বাড়িতে RSS অনুষ্ঠান নিয়ে বিতর্ক শুরু হলো । রবিবার RSS এর ১০০ বছর পূর্তি উপলক্ষে ঐতিহ্যবাহী রাজবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে একই স্থানে এসে শোভাযাত্রা শেষ করে। আর এনিয়ে শুরু হয়েছে বিতর্ক। গোটা বিষয়টি নিয়ে আক্রমণ করেছে তৃনমূল। এই নিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র পার্থ প্রতিম রায় বলেন এর আগে কোনদিনও রাজবাড়ীতে এ ধরনের কোন অনুষ্ঠান হয়নি কিভাবে আর্কোলজি সার্ভে অফ ইন্ডিয়াএর অনুমতি দিল তা নিয়ে একটি প্রশ্ন রয়েছে। যদিও এ বিষয় নিয়ে বিজেপির নেতৃত্ব কোন মন্তব্য করতে না চাইলে আরএসএস কোচবিহার সঞ্চালক বক্তব্য অনুমতি নিয়েই অনুষ্ঠানটি করা হয়েছে।