কোচবিহার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিরাপত্তার রক্ষীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো

0
230

কোচবিহার:- কোচবিহার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিরাপত্তার রক্ষীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো । ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কোয়াটারে । মৃত ওই নিরাপত্তার রক্ষির নাম শ্যামসুন্দর নার্জিনারি । বাড়ি আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি । পুলিশ সূত্রে জানা গিয়েছে , বুধবার রাত আনুমানিক ১১ টা নাগাদ কোচবিহার রেল ঘুমটি সংলগ্ন মুখ্য স্বাস্থ্য আধিকারি কোয়াটার কোয়াটার নিচ তলা থেকে গ্রুপ ডি কর্মচারী গুলির আওয়াজ শুনতে পারে । তড়িঘড়ি ছুটে গিয়ে দেখে শ্যামসুন্দর নর্জিনারি বিশ্রামাগারে মৃত অবস্থায় পড়ে রয়েছে। তার পাশে রয়েছে তার সার্ভিস বন্দুক। মাথায় গুলি করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক অনুমান । মৃত্যুর ঘটনায় নিছক আত্মহত্যা নয়, অভিযোগ তুলে পূর্ণ তদন্তের দাবি নিরাপত্তা রক্ষীর পরিবারের।পরিবারের সদস্যরা কোচবিহার কোতোয়ালি থানার দ্বারস্থ হন এবং সেখানে তারা জানান যে মৃত শ্যাম সুন্দর নার্জিনারীর যে আত্মহত্যার কথা জানানো হয়েছে সেটা সত্য নয়। সে কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না। আর তার সাথে কারো খারাপ সম্পর্ক ছিল না। তার মৃত্যুর ঘটনা পূর্ণ তদন্তের দাবি করছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here