কোচবিহার :- কোচবিহার তোর্সা নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক নাবালিকার মেয়ে । ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর সংলগ্ন কারিশাল হুজুর সাহেব মাজার সংলগ্ন এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে নাবালিকার বাড়ি কোচবিহার টাকাগাছ দর্জিপাড়া এলাকায় । এদিন কারিশাল হুজুর সাহেব সংলগ্ন এলাকায় মামা বাড়িতে ঘুরতে আসে । সেই সময় মার সঙ্গে তোরসা নদীতে নদীতে স্নান করতে নামে । সেই সময় নদীতে তলিয়ে যায় এরপরে স্থানীয়রা তাকে উদ্ধার করতে নদীতে নামে পরবর্তী তাকে ফাঁসিরঘাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে কোচবিহার MJN মেডিকেল কলেজও হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে । ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । মৃতার নাম সোহানা পারভীন ।