কোচবিহার:- চোর ধরো জেল ভরো সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে কোচবিহার ১ নাম্বার ব্লক ভিডিও অফিসের বিক্ষোভ ও ডেকোরেশন কর্মসূচি বিজেপির ।

0
283

কোচবিহার:- চোর ধরো জেল ভরো সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে কোচবিহার ১ নাম্বার ব্লক ভিডিও অফিসের বিক্ষোভ ও ডেকোরেশন কর্মসূচি বিজেপির । এদিন কোচবিহার এক নাম্বার ব্লকের ধুলুয়াবাড়ী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিজেপি মি ছিল ঘুঘুমারি সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে ভিডিও অফিস দপ্তরের সামনে উপস্থিত হয়ে ডেপুটেশন প্রদান করবেন । মিছিলে উপস্থিত রয়েছে বিজেপির রাজ্য নেতা তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে, মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন , শীতলকুচি বিধায়ক বরেন চন্দ্র বর্মনসহ অন্যান্য নেতৃত্বরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here