কোচবিহার:– কোচবিহার ঐতিহ্যবাহী মদনমোহন রাস উৎসবকে কেন্দ্র করে কোচবিহার পৌরসভা পরিচালিত রাস মেলার আয়োজন করা হয় । তবে এই রাস মেলায় স্থানীয় বিরোধী বিধায়ক থেকে শুরু করে সাংসদদের কোনরকম আমন্ত্রণ না জানানো নিয়ে রীতিমতো জোর চর্চা শুরু হয়েছে ।ইতি মধ্যে পুরসভা পরিচালিত রাস মেলার আমন্ত্রণ কার্ড কে ঘিরে শুরু হয়েছে সেই বিত্রক । আমন্ত্রন কার্ডে রীতিমত দেখা যাচ্ছে যেখানে পাশের জেলার আলিপুরদুয়ার বিধায়ক সুমন কাঞ্জিলাল থেকে শুরু করে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন মেয়র গৌতম দেবের নাম থাকলেও সেখানে নাম নেই স্থানীয় জেলার বিজেপি বিধায়ক ও সাংসদদের । শুধু বিধায়ক সাংসদ রাজ্যে সভা সংসদ অনন্ত মহারাজের ও নাম নেই সেই কার্ডে । যদিও এই বিষয় নিয়ে কোচবিহার পুরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, সমস্ত চিঠি পোস্ট করে দেওয়া হয়েছে । যদিও তা নিয়ে রয়েছে প্রশ্ন ?
উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় মেলা রাস মেলা । কোচবিহারের মদনমোহন রাস উৎসব কে কেন্দ্র করে কোচবিহার পৌরসভা এই রাস মেলার আয়োজন করে থাকে । মদন মোহন রাস উৎসব ২৬তারিখ শুভ উদ্বোধন হলেও পুরসভা পরিচালিত রাস মেলার শুভ উদ্বোধন হবে ২৭নভেম্বর । তার আগেই সেই আমন্ত্রণ কার্ড ইতিমধ্যে বিলি হয়ে গিয়েছে । সেখানে দেখা যাচ্ছে উদ্বোধক হিসেবে রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তর নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী ডঃ শশী পাঞ্জা মেলার উদ্বোধন করবেন । এছাড়াও প্রধান অতিথি হিসেবে উদয়ন গুহ থেকে শুরু করে একাধিক মন্ত্রী ও বিধায়কদের নাম সেই কার্ডে থাকলে । সেখানে নাম নেই জেলার ৬ জন বিজেপি বিধায়ক থেকে শুরু করে সাংসদ তথা রাজ্যসভার সংসদের । যদিও গতবার দেখা গিয়েছিল বর্তমান রাজ্যসভার সাংসদ নগেন্দ্রনাথ রায় উরফে অনন্ত মহারাজ কে এই রাস মেলায় আমন্ত্রণ জানানো হয়েছিল । এবার তিনি রাজ্যসভার সংসদ হওয়ার পর তাকে আমন্ত্রণ জানানো হয়নি । জা নিয়ে উঠছে প্রশ্ন ।
এই বিষয় নিয়ে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, তৃণমূল কংগ্রেস সৌজন্যের রাজনীতি বোঝেনা । আমার বিধানসভার মধ্যে রাসমেলার আয়োজন হচ্ছে । যেখানে আলিপুরদুয়ার শিলিগুড়ি বিভিন্ন জায়গায় আমন্ত্রণ জানানো হলেও সেখানে আমাদেরকে কোন আমন্ত্রণ জানানো হয়নি। এটাই তৃণমূলের কালচার দ্বারা সৌজন্যতা রাজনীতি বোঝে না। ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর কোচবিহার ঐতিহ্যবাহী মদনমোহন রাস উৎসবকে কেন্দ্র করে কোচবিহার পৌরসভা পরিচালিত রাস মেলার...