কোচবিহার:- কোচবিহার আবগারি বিভাগ ও পুলিশ যৌথ উদ্যোগের অভিযান চালিয়ে প্রায়১২০ বিঘা জমির অবৈধ গাজা চাষ নষ্ট করল । কোচবিহার জেলা আবগারি বিভাগের সুপারিনটেনডেন্ট সঙ্গে ডোমা ভুটিয়া জানান, গত নভেম্বর মাস থেকে পুলিশের সাথে যৌথ অভিযানে বিভিন্ন জায়গায় অবৈধভাবে গাজর চাষ নষ্ট করা হচ্ছে তাদের পক্ষ থেকে। সেদিন কোচবিহার 1 নম্বর ব্লকের চান্দামারী গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১২০ বিঘার জমির উপর অবৈধ গাঁজা চাষ নষ্ট করা হয়। এই ধরনের অভিযান লাগাতার চলতে থাকবে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর কোচবিহার আবগারি বিভাগ ও পুলিশ যৌথ উদ্যোগের অভিযান চালিয়ে প্রায়১২০ বিঘা জমির...