কোচবিহারে এলেন বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল ।

0
430

কোচবিহার:-
নির্বাচনের পর প্রথম মঙ্গলবার কোচবিহারে এলেন বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল । এদিন তিনি বিজেপি মহিলা মোর্চা নেতৃত্ব কর্মীদের নিয়ে বৈঠক করেন । বৈঠকের আগে তিনি একটি সাংবাদিক সম্মেলন করে রাজ্যের সরকারকে বিভিন্ন ভাবে আক্রমণ করার সাথে সাথে নির্বাচন-পরবর্তী বিজেপি মহিলা কর্মীদের উপর যে অত্যাচার গুলো হয়েছে সেই সমস্ত বিষয় তুলে ধরেন । পাশাপাশি তিনি ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবার পর সেখানে যে গণতন্ত্র নিয়ে তিনি যে প্রশ্ন তুলেছেন তার পাল্টা জবাব দেন। অগ্নিমিত্রা পাল বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গণতন্ত্রের প্রশ্ন তুলছেন । যে রাজ্যে বিরোধীরা কোন মন্তব্য করলেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়। যে রাজ্যে বিরোধীদের ভ্যাকসিন থেকে শুরু করে নানা সুবিধা প্রদান করা হয় না । সেখান থেকে গিয়ে তিনি ত্রিপুরায় বলছেন গণতন্ত্র নেই । পাশাপাশি বহিরাগত প্রশ্ন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেন অগ্নিমিত্রা পাল ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here