কেন্দ্র দাম কমালেও রাজ্য সরকার পেট্রোল ও ডিজেলের দাম না কমানোর প্রতিবাদে তপন পেট্রোল পাম্পে ধর্ণা ও বিক্ষোভ BJP-র।
বুধবার সকালে বিজেপির তপন মণ্ডলের পক্ষ থেকে তপন পেট্রোল পাম্পের সামনে এই ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
বেলা 11 টা থেকে 12 টা পর্যন্ত, 1 ঘন্টা ধরে চলে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক গৌতম রায়, জেডপি 13 মন্ডল সভাপতি অপূর্ব সরকার, জেডপি 14 মন্ডল সভাপতি গণেশ সরকার, তপন বিধানসভার বিজেপি কনভেনার প্রদীপ দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
প্লেকার্ড হাতে এদিনের এই কর্মসূচিতে শামিল হন বিজেপি নেতৃত্বরা।
উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলের দাম কমানোর পরেও, রাজ্য সরকার দাম না কমানোর প্রতিবাদে সারা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে বিজেপি।
অবিলম্বে রাজ্য সরকার পেট্রোল ও ডিজেলের কর কমিয়ে দাম না কমালে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি নেতারা।