কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত বন্দীর রহস্যমৃত্যু বালুরঘাটে

0
854
কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত বন্দীর রহস্যমৃত্যু বালুরঘাটে। ধর্ষনের মামলায় দশ বছরের সাজা হয়েছিল মৃত অনিল সাহার।
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৬ মে—— কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এক সাজাপ্রাপ্ত বন্দীর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের ঘটনা। পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম অনিল সাহা (৫২)। বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শক্তিনগরে। যদিও কার্ডিয়াক অ্যাটাকে মৃত্যু হয়েছে ওই বন্দীর বলে দাবি করা হয়েছে সংশোধনাগারের তরফে। শুক্রবার মৃত বন্দীর দেহ বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার সূত্রের খবর অনুযায়ী, মৃত অনিল সাহা রায়গঞ্জ আদালতে থাকা ধর্ষনের একটি মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত হয়ে গত ২০১৯ সালে বালুরঘাট সংশোধনাগারে আসেন। যেখানে থাকাকালীন অবস্থায় একাধিক সময়ে তার চিকিৎসাও হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে তার বুকে ব্যথা হওয়ায় সংশোধনাগার কর্তৃপক্ষ রাত ৩:৪৫ নাগাদ বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিন দেহটি ময়না তদন্তের জন্য বালুরঘাট হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর দেহটি তার পরিবারে হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছে সংশোধনাগার কতৃপক্ষ।
 মৃতের আত্মীয় সন্তু সাহা জানান, কেন্দ্রীয় সংশোধনাগার থেকে আমাদেরকে জানানো হয় তাদের পরিবারের লোক অসুস্থ হয়ে পড়ায় তাকে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসা  হয়। সেখানে চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন।
বালুরঘাট কেন্দ্রীয় সংশোধোনাগারের চিফ কন্ট্রোলার শিবাজী রায় জানান,ভোর রাতে ওই বন্দী অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ওই সাজাপ্রাপ্ত বন্দির হার্টের সমস্যা আগে থেকেই ছিল।বেশ কিছু দিন আগে ওই হার্টের সমস্যার জন্য শিলিগুড়ি থেকে চিকিৎসা করে নিয়ে আসা হয়। যার পরে সুস্থ হয়ে ছিল। এদিন ওই বন্দির দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here