কেন্দ্রীয় অনুমোদনে সিক ও পিট রেললাইনের কাজ শুরু হতে চলেছে বালুরঘাটে, ১৫.৩৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে বললেন সাংসদ

0
491

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১২ আগষ্ট—  জেলার রেল যোগাযোগ উন্নয়নে বালুরঘাট স্টেশনে সিক লাইন ও পিট লাইন তৈরীর উদ্যোগ নিলো কেন্দ্রীয় সরকার। বুধবার দিল্লীতে এই বিষয়ে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সুনীত শর্মার সঙ্গে কথা বলেন বালুরঘাটের সাংসদ। স্টেশনের মানউন্নয়নে পিট লাইন ও সিক লাইনের প্রয়োজন ছিল দীর্ঘদিনের। বালুরঘাট রেল স্টেশনে পুরনো সেই লাইন তৈরির আবেদন জানিয়েছিলেন সাংসদ সুকান্ত মজুমদার । বর্তমানে সেই প্রকল্পে অনুমোদনও মিলেছে ইতিমধ্যে । জানাগেছে, এই কাজ সম্পন্ন হলেই জেলা থেকে আরও বহু ট্রেন অন্যত্র চালানো সম্ভব হবে। বৃহস্পতিবার এই খবর সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়েছে গোটা দক্ষিন দিনাজপুর জেলায়। 


  সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, মোট ১৫.৩৮ কোটি টাকা ব্যয়ে এই কাজ সম্পন্ন হবে। জেলার উন্নয়নে এই প্রকল্প অনেকটাই কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here