কেন্দ্রীয় সরকারের পেট্রোপণ্য মূল্য বৃদ্ধি, এলাকার নিকাশি ব্যবস্থার সংস্কার, সকলকে ভ্যাকসিন দেওয়ার দাবি সহ মোট ৬ দফা দাবিতে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কে ডেপুটেশন জমা দিল এসইউসিআই সংগঠন।

0
329

মালদা:- কেন্দ্রীয় সরকারের পেট্রোপণ্য মূল্য বৃদ্ধি, এলাকার নিকাশি ব্যবস্থার সংস্কার, সকলকে ভ্যাকসিন দেওয়ার দাবি সহ মোট ৬ দফা দাবিতে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কে ডেপুটেশন জমা দিল এসইউসিআই সংগঠন। এদিন সংগঠনের পক্ষ থেকে গাজোল থানার বিদ্রোহের এলাকা থেকে একটি মিছিল করে এসে ব্লক দপ্তরে আসেন এসইউসিআই কর্মীরা। ৬ দফা দাবি পত্র টি তুলে দেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর হাতে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয় লকডাউনে কাজ হারিয়ে মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকার দিনের-পর-দিন পণ্যের মূল্য বৃদ্ধি করে চলেছেন। এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি গাজলের একাধিক এলাকায় এখনও রাস্তা বেহাল হয়ে রয়েছে সেগুলি সংস্কারের দাবি জানানোর পাশাপাশি গাজোল ব্লকের দীর্ঘদিনের সমস্যা নিকাশি ব্যবস্থার, তাই বর্ষার আগে নিকাশি ব্যবস্থা স্থায়ী সমস্যার সমাধানের দাবি জানাচ্ছি এর পাশাপাশি গাজোল ব্লকের বিভিন্ন অঞ্চল ভিত্তিক ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করার দাবিতে আমরা ডেপুটেশনে সামিল হয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here