শীতল চক্রবর্ত্তী বুনিয়াদপুর ২৭ আগস্ট দক্ষিণ দিনাজপুর:-হঠাৎ করে অফিস হস্তান্তরের ঘটনা নিয়ে শোরগোল পড়েছে এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভা অন্তর্গত রশিদপুর এলাকায়। অভিযোগ এখানে সি পি ডব্লিউ ডি অফিসটি প্রায় কুড়ি বছর থেকে এখানেই আছে। কিন্তু হঠাৎ করে এই অফিসটি অন্যত্র চলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জর শোরগোল। কিন্তু কেন যাচ্ছে এখান থেকে অন্যত্রে সে বিষয়ে মুখ খুলতে চাননি এ দপ্তরের আধিকারিকেরা।

সি পি ডব্লিউ ডি অফিসটি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত রশিদপুরে বিগত কুড়ি বছর ধরে রয়েছে। এ অফিসের বিল্ডিং, ফেন্সিং, রোড ও বর্ডার এলাকা সমস্ত রকম কাজ এই অফিসের মাধ্যমে হয়। কিন্তু হঠাৎ করে সেপ্টেম্বর মাসের এক তারিখে এই অফিস উঠে অন্যত্র চলে যাচ্ছে। কিন্তু কেন এই অফিস এখান থেকে অন্যত্র চলে যাচ্ছে সে বিষয়ে কোন কিছু জানা যায়নি। এ দপ্তরের আধিকারিকরা এবিষয়ে মুখ খুলতে নারাজ। হঠাৎ করেই অফিস হস্তান্তরের ঘটনা নিয়ে শোরগোল পড়েছে এলাকাজুড়ে। অভিযোগ এখানেই সি পি ডব্লিউ ডি অফিস টি প্রায় কুড়ি বছর থেকে রয়েছে। তাহলে কেন অন্যত্রে এই অফিসটি চলে যাচ্ছে। কন্ডাক্টর সুব্রত রায় সংসদ সুকান্ত মজুমদার এর কাছে ও ডি আই জির কাছে মার্চ পিটিশন করলেও কোন ভাবেই মেলেনি কোনরকম সূরাহা।
এ বিষয়ে কন্টাকটার সুব্রত রায় অভিযোগ করে জানিয়েছেন, এই অফিসটি কয়েকদিন থেকে শুনছি চলে যাবে চলে যাবে অন্যত্রে। তার জন্য আমি মার্চ পিটিশন করে এমপি সুকান্ত মজুমদারকে ও ডিজেকে পাঠায়। এখনো পর্যন্ত তারা কোন রকম পদক্ষেপ নেননি। আমরা চাই এই অফিসটি এখানেই থাকুক।

এ বিষয়ে বাড়ির মালিক জানিয়েছেন, আমার বাড়িতে এই অফিসটি প্রায় কুড়ি বছর থেকে রয়েছে। এখন শুনছি সামনে মাসের এক তারিখে এই অফিসটি উঠে অন্যত্র চলে যাবে । কি কারনে এই অফিস এখান থেকে অন্যত্র যাচ্ছে সে বিষয়ে আমরা কিছুই জানিনা ।
এ বিষয়ে এই দপ্তরের আধিকারিক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুরেন্দ্র কুমার জানিয়েছেন, আমাকে বলে কোন কিছু হবে না ,আমি কিছুই জানিনা যা অর্ডার হয়েছে সেটাই আমরা করছি।এ বিষয়ে গঙ্গারামপুর মহাকুমার আধিকারিক মানবেন্দ্র দেবনাথকে জানালে তিনি জানিয়েছেন এটিতো কেন্দ্রীয় সরকারের বিষয় এ বিষয়ে কোনো মন্তব্য করছি না। হঠাৎ করেই অফিস অন্যত্রে চলে যাওয়ার কে কেন্দ্র করে শোরগোল পড়েছে এলাকাজুড়ে।