কোচবিহার-:কেন্দ্রীয় সরকারেরর কালো আইন প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার মাথাভাঙ্গা শহরে মিছিল করলো বেসরকারি যাত্রী পরিবহন অটো চালক ইউনিয়ন । এদিন মাথাভাঙ্গা শহর পার্টি অফিসের থেকে তাদের মিছিল বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় পার্টি অফিসের শেষ হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার চালকদের বিরুদ্ধে যে আইন চালু করছে তাতে সমস্যায় পড়বেন লক্ষাধিক চালক।কোনো দুর্ঘটনা ঘটলে তার জন্য জরিমানা দিতে হবে চালকদেরই।এই ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের কালো আইন প্রত্যাহারের দাবিতে এদিন মাথাভাঙ্গা শহরে বেসরকারি যাত্রী পরিবহন অটো চালক ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হলো।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর কেন্দ্রীয় সরকারেরর কালো আইন প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার মাথাভাঙ্গা শহরে মিছিল করলো বেসরকারি...