কেন্দ্রীয় সংশোধনাগারের এক কারারক্ষীর রহস্য মৃত্যু বালুরঘাটে, ডিউটি থেকে ফেরার পথেই অসুস্থ হয়ে পড়েন তিনি
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৩ ফেব্রুয়ারী––– ডিউটি সেরে ফেরার পথে কেন্দ্রীয় সংশোধনাগারের এক নিরাপত্তা রক্ষীর রহস্য মৃত্যু বালুরঘাটে । শুক্রবার কলকাতা নিয়ে যাবার পথেই মৃত্যু হয়েছে অসুস্থ ওই কারারক্ষীর। পুলিশ জানিয়েছে, মৃত ওই কারা রক্ষীর নাম সুলেন চন্দ্র পাহান (৫৪) । উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মেহেন্দিপাড়া এলাকার বাসিন্দা । জানাগেছে, কারারক্ষী হিসাবে প্রথমে রায়গঞ্জে পোষ্টিং থাকলেও প্রায় ৪ বছর আগে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে আসেন সুলেনবাবু । বৃহস্পতিবার গভীর রাতে ডিউটি থেকে ফেরার পথে সংশোধনাগারের বাইরে অসুস্থ হয়ে পড়ে যান তিনি । তড়িঘড়ি প্রথমে তাকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে অন্যত্র রেফার করেন চিকিৎসকরা । শুক্রবার সেখানে নিয়ে যাবার পথেই মৃত্যু হয় তার । তিন ছেলে মেয়ে রেখে সুলেন চন্দ্র পাহানের এমন মৃত্যুর ঘটনায় মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন তার পরিবারের অনান্য সদস্যরা ।

দাদা উলেন চন্দ্র পাহান জানিয়েছেন, হঠাৎ তার এমন মৃত্যুতে বাকরুদ্ধ সকলেই । তবে কিভাবে মৃত্যু হল তার সঠিক তদন্ত প্রয়োজন ।
বালুরঘাট জেলা সংশোধনাগারের প্রধান কারারক্ষী সাব্বির আলী জানিয়েছেন,ডিউটি সেরে ফেরার পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ময়না তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।