জলপাইগুড়ি:- মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ভাল্লুকের কোন হদিস পায় নি বনদপ্তর সহ প্রশাসন। তবু প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখনো চোখে কেউ ভাল্লুক না দেখলেও, সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ভাল্লুক, তাই সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বনদপ্তর ও প্রশাসনের তরফে। মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার রাতে জলপাইগুড়িতে ভাল্লুকের আতঙ্ক নিয়ে একথা জানালেন গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও অনসু যাদম। মঙ্গলবার সারাদিন ধরে খোঁজ চালিয়ে ভাল্লুকের দেখা পাওয়া না গেলেও সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে এটা ভাল্লুকের পায়ের ছাপ হতে পারে। আর তারপরেই সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।