শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 6 ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর:-কৃষি দপ্তরে প্রয়োজনীয় নথি জমা দিতে এসে পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হল এক কৃষকের।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কৃষি দপ্তরের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর এর ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত কৃষকের নাম সীতেশ শীল(৫০)বাড়ি গঙ্গারামপুর থানার রতনপুর গ্রামে। জানা গিয়েছে, সীতেশ নামক ওই কৃষক গঙ্গারামপুরের কৃষি দপ্তরে প্রয়োজনে নথিপত্র জমা দিতে আসে। বাড়ি ফেরার উদ্দেশ্যে ৫১২ নম্বর জাতীয় সড়কের উপরে রাস্তা পারাপার হওয়ার সময় বালুরঘাট গামি একটি বুলেরো গাড়ি সজোরে ধাক্কা মারে ওই কৃষককে,ঘটনার স্থলেই মৃত্যু হয় ওই কৃষকের। পরে পথচলতি মানুষেরা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন।